নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় এই সংঘর্ষ হয়।
আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, উত্তেজিত শ্রমিকরা একটি লরিতে আগুন ধরিয়ে দেয় এবং আরও বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ-৪ এর সুপার জাহিদুল ইসলাম বলেন, বকেয়া বেতন পরিশোধ এবং বেতন বৃদ্ধির দাবিতে সকাল ৭টা থেকে বিক্ষোভ করছে শ্রমিকরা।
এ সময় পুলিশ এবং শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি খারাপের দিকে যায়। সর্বশেষ খবর অনুযায়ী, ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
Comments