ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন রোনালদো

২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ছয় বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারকা খ্যাতিটা এ ক্লাবে থাকাকালীন সময়েই পেয়েছিলেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে তার রয়েছে অনেক সুখস্মৃতি। এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে জুভেন্টাসের হয়ে আবার ফিরছেন সেই মাঠে।

২০০৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায় চুমু খেয়েছিলেন। পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এ সবই এসেছিল ম্যানইউতে থাকতেই। এ ক্লাব ছাড়তে চাননি এ পর্তুগিজ। সাবেক ম্যানইউ কোচ স্যার আলেক্স ফার্গুসনের সঙ্গে দ্বন্দ্বের কারণেই ছাড়তে বাধ্য হয়েছিলেন। ৮০ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে।

তাই আরও একটি আবেগঘন রাতের মুখোমুখি হতে যাচ্ছেন রোনালদো। তবে ২০০৯ সালে ক্লাব ছাড়ার পর ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে একবার ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন তিনি। ম্যানইউ সমর্থকরা তাকে স্বাদরেই গ্রহণ করেছিল। যদিও এই রোনালদোর গোলেই সেদিন ম্যাচটা হেরেছিল রেড ডেভিলরা।

সময়টা অনেক বদলেছে। তবে বদলাননি রোনালদো। মাঠে এখন ক্ষুরধার পারফরম্যান্স করে যাচ্ছেন। চলতি মৌসুমে রিয়াল ছেড়ে যোগ দিয়েছিলেন জুভেন্টাসে। ক্লাবের হয়ে সিরিএতে এখন পর্যন্ত ৫ গোল করেছেন তিনি। যদিও চ্যাম্পিয়ন্স লিগে এখনও গোল পাননি। কে জানে হয়তো সাবেক ক্লাবের বিপক্ষে গোল দিয়েই শুরু করবেন এ তারকা।

আগামী মঙ্গলবার দিবাগত রাতে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago