রানের মধ্যেই আছেন সৌম্য, তুষার

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে দুই ফিফটি আর পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। জাতীয় লিগের পরের রাউন্ডে নেমে আবার করেছেন অর্ধশতক। আগের রাউন্ডে ১১ হাজার ছাড়ানো তুষার ইমরানও আছেন রানের মধ্যে। ফিফটি এসেছে এনামুল হক বিজয়ের ব্যাট থেকেও।
সোমবার খুলনায় রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৮১ রান তুলেছে খুলনা। সর্বোচ্চ ৭১ রান আসে তুষারের ব্যাট থেকে। সৌম্য ৬৬ আর এনামুল ফেরেন ৫৬ করে।
টস জিতে ব্যাট করতে নেমে খুলনার ইনিংসের শুরুতেই ফেরেন মেহেদী হাসান। ওয়ানডাউনে নামা সৌম্যের সঙ্গে দারুণ জুটি গড়ে উঠে এনামুলের। দুই বন্ধু মিলে গড়েন ১০১ রানের জুটি। জুটিতে আগ্রাসী ছিলেন সৌম্য, বেশিরভাগ রানই এসেছে তার ব্যাট থেকে। ৯ চার আর ১ ছক্কায় ৯৬ বলে ৬৬ করে ফরহাদ রেজার বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলের ১৪৯ রানে গিয়ে বড় ইনিংসের আরেকটি সুযোগ হারান এনামুল।
তুষার ছিলনে অবিচল। এক প্রান্তে উইকেট পতনের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দিচ্ছিলেন আরেক সেঞ্চুরির আভাস। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে বোল্ড হয়ে এবার আর তিন অঙ্কে যাওয়া হয়নি তার।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ৮১ ওভারে ২৮১/৭(মেহদি ১১, এনামুল ৫৬, সৌম্য ৬৬, তুষার ৭১, আফিফ ১৪, সোহান ২৫, জিয়াউর ৩৭*, নাহিদুল ০, মইনুল ১*; শফিউল ১/৫১, ফরহাদ রেজা ২/৩৭, সাকলাইন ০/৪৬, মুক্তার ১/৪৩, ফরহাদ হোসেন ০/১৬, সানজামুল ৩/৭৬, মায়শুকুর ০/৯, সাব্বির ০/৬)।
Comments