অনেকদিন পর বল হাতে সোহাগ গাজীর ঝলক
দেশের সেরা অফ স্পিনার হওয়ার আভাস দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন সোহাগ গাজী। কিন্তু অ্যাকশনের ত্রুটি শোধরানোর পর হারিয়ে যান তিনি। বাদ পড়েন জাতীয় দল থেকে। ঘরোয়া ক্রিকেটেও মিলছিল না আগের ধার। এই সময়ে ব্যাট হাতেই বেশি আলোচিত ছিলেন। অনেকদিন পর এই অফ স্পিনারের দেখা মিলন চেনা রূপে।
রংপুরে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন তিনি। তার ঘূর্ণিতে রংপুর গুটিয়ে গেছে ১৪৭ রানে।
সোহাগ বল করতে আসার আগে এত অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল না রংপুরের। ৩১ রানে ২ উইকেট হারানোর পর নাঈম ইসলামের সঙ্গে রাকিন আহমেদ গড়েন ৬২ রানের জুটি। এরপরই টপাটপ উইকেট হারানো শুরু। রংপুরকে গুড়িয়ে দিতে ৪০ রানে ৫ উইকেট নেন সোহাগ।
জবাব দিতে নেমে দিনশেষে স্বস্তিতে নেই বরিশালও। পেসার শুভাশিস রায় চৌধুরীর তোপে ৩৫ রানে ২ উইকেট হারিয়ে দিনশেষ করেছে তারা। ওপেনার শাহরিয়ার নাফীস ও শামসুল হককে ফেরান শুভাশিস।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ৭৪ ওভারে ১৪৭ (মারুফ ১১, রাকিন ৪৬, মাহমুদুল ১১, নাঈম ৩৯, সোহরাওয়ার্দী ২, তানবীর ২, ধীমান ৮, সাজেদুল ০, রবিউল ১৭, সঞ্জিত ৪*, শুভাশিস ২; কামরুল রাব্বি ০/২৮, তৌহিদ ১/১৫, তানভির ০/১৮, মোসাদ্দেক ১/৩১, মনির ২/১১, সোহাগ ৫/৪০)।
বরিশাল ১ম ইনিংস: ১৪ ওভারে ৩৫/২ (শাহরিয়ার ০, রাফসান ১৪*, শামসুল ২, আল আমিন ৮*; শুভাশিস ২/১৩, রবিউল ০/১১, সঞ্জিত ০/৬, মাহমুদুল ০/০)।
Comments