ফজলে রাব্বির হয়ে ব্যাট করলেন মাশরাফি

Fazle Mahmud Rabbi
মঙ্গলবার চট্টগ্রামে অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে ফজলে রাব্বি। ছবি: ফিরোজ আহমেদ

নেটে ব্যাট করে ড্রেসিং রুমে ফেরার পথে চেনা সাংবাদিক দেখে দাঁড়ালেন ফজলে মাহমুদ রাব্বি। অভিষেক ওয়ানডেতে শূন্য রানে আউট নিয়ে নিজেই মজা শুরু করলেন। লিস্ট-এ আর প্রথম শ্রেণীতেও তার শুরু নাকি শূন্য দিয়ে। পরে পেয়েছেন সাফল্য। অমন শুরুর পর চেনা মানুষদের সান্ত্বনায় বিরক্ত হয়ে ফেসবুক, ইন্সটাগ্রাম নিষ্ক্রিয় করে রেখেছেন। আপাতত সব মনোযোগ ক্রিকেটে। বলে গেলেন, ‘ব্যাটে লাগলে হয়ে যাবে’। তার ব্যাটে লাগার অপেক্ষায় অধিনায়ক মাশরাফি মর্তুজাও। ‘বুড়ো’ বয়সের এই নতুনকে নিয়ে এক্ষুনি হাল ছাড়তে চান না তিনি।

৩০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করায় কদিন থেকেই আলোচিত রাব্বি। সেই আলোচনা মুহূর্তেই অন্য দিকে মোড় নিয়েছে চার বল খেলে তার খালি হাতে ফেরায়। আসলেই কি তিনি সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো? এমন প্রশ্নও এখন চাউর। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে মাশরাফিই তার হয়ে ব্যাট করে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। শুরুর ম্যাচে যে এই বাঁহাতি ‘দুর্ভাগ্যের’ শিকার তাও মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক, ‘রাব্বি দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছে। উইকেট ওপাশ থেকে অসমান ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ। ১৯-২০ হলে ওর জন্য কঠিন। মানসিক চাপও থাকে।’

১৫ বছর ঘরোয়া ক্রিকেটে খেলে আসার পর জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলে ডাক পান রাব্বি। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে যা বেশ ব্যতিক্রম। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বয়সী অভিষিক্ত হিসেবে নেমে রাব্বি কেমন করেন তা নিয়ে ছিল সবার কৌতূহল।

প্রস্তুতি ম্যাচে নড়বড়ে ব্যাটিংয়ের পর প্রত্যাশা মেটাতে পারেননি অভিষেকে।  তবে নিজেকে রাব্বির জায়গায় বসিয়ে মাশরাফি তাকে দিতে চান অন্তত আরেকটি সুযোগ, ‘ব্যক্তিগতভাবে আমি অবশ্যই মনে করি আরেকটি সুযোগ পাওয়া উচিত। একটা ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। যদি আপনি বলেন তাকে নেওয়া হলো কেন? তাহলে বলতে পারেন এটা একটা ভুল। কিন্তু নেওয়ার পর অবশ্যই আমি মনে করি তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ একটা ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত না।’

রাব্বিকে নিজে সমর্থন করছেন বলেই জেদ করে খেলাবেনই, এমনও না, অধিনায়ক মত নেবেন কোচ, নির্বাচকদেরও, ‘সবার ভিউটাও গুরুত্বপূর্ণ। একা দায়িত্ব নিয়ে তো আর খেলানোর সিদ্ধান্ত নেওয়া যায় না। আর নির্দিষ্ট যে বলে আউট হয়েছে সেটাতেও দোষ দেওয়ার কিছু নেই। আর ক্রিকেট খেলা দোষাদুষির জিনিস না। ব্যাকআপ আমরা নিকট অতীতে সব খেলোয়াড়কে করেছি।’

তবে সেই সুযোগ যে খুব লম্বা সময় ধরে চলবে না, তারও ইঙ্গিত দিয়েছেন মাশরাফি, ‘আমাদের বিলাসিতা করার সুযোগও নেই। ওটাও মাথায় রাখতে হবে। যেহেতু ব্যাকআপ করেছি। এখনও করছি। তাকে পূর্ণ সমর্থন দিতেই হবে। যতদূর সম্ভব তাকে সহযোগিতা করা।’

 

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago