নকল খাশোগি, জুতা দেখে যায় চেনা
আজ থেকে আড়াইশো বছরের বেশি আগে বাংলার স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা পলাশীর যুদ্ধে পরাজয়ের পর ব্রিটিশ বেনিয়াদের হাতে ধরা পড়েছিলেন তার জুতার কারণে। জামা-কাপড় বদলিয়ে রাজধানী মুর্শিদাবাদ থেকে পালানোর সময় তিনি জুতা পাল্টাতে ভুলে গিয়েছিলেন- এ কথা এ অঞ্চলের মানুষের জানা। কিন্তু, তা সৌদি আরবের কর্তাব্যক্তিদের জানা ছিলো না বলেই হয়তো নকল খাশোগি সাজাতে গিয়ে তারা ধরা পড়ে গেলেন জুতার কারণেই!
তুরস্কের ইংরেজি দৈনিক হুরিয়াত ডেইলি নিউজ আজ (২৩ অক্টোবর) জানায়, তুর্কি গোয়েন্দাদের চোখ ফাঁকি দেওয়ার জন্যে ইস্তান্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার কয়েক ঘণ্টা পর এই ঘটনার সঙ্গে ‘জড়িতদের’ একজনকে নিহত সাংবাদিকের জামা-কাপড় পরিয়ে তাকে খাশোগির মতো করে সাজিয়ে কনসুলেট থেকে বের করে দেওয়া হয়। কিন্তু, বিধি বাম! সিসিটিভির ফুটেজে সাজানো খাশোগিকে কনসুলেট থেকে বের হতে দেখা গেলেও তার জুতা দেখে চেনা যায় যে তিনি ব্যক্তি আসল খাশোগি নন।
গত ২ অক্টোবর কনসুলেটে ঢোকার পর খাশোগির ‘নিখোঁজ’ হওয়া নিয়ে যখন খবর আসতে শুরু করে তখন সৌদি সরকার জোর গলায় বলতে থাকে যে খাশোগি কনসুলেটে কাজ সেরে সেখান থেকে বের হয়ে গেছেন।
গতকাল (২২ অক্টোবর) ফাঁস হওয়া এক ভিডিওচিত্রে দেখা যায়- নিহত খাশোগির জামা গায়ে এক ব্যক্তি কনসুলেট থেকে বের হলেও তার পায়ে ছিলো না খাশোগির পায়ের জুতা।
লেখক আব্দুল কাদির সেলভি ‘হত্যাটি নিখুঁত ছিলো না’ শিরোনামে হুরিয়াতে এক কলামে আজ লিখেছেন, “অপরাধীদের একজন একটি কাজ করতে ভুলে গিয়েছিলেন। নকল খাশোগি ধরা পড়ে গেলেন জুতার কারণে। খাশোগি কনসুলেটে ঢুকেছিলেন ডার্বি সু পায়ে দিয়ে, স্নিকার নয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ বিষয়টি সনাক্ত করে।” অর্থাৎ, নকল খাশোগি তার জুতা বদলাতে ভুলে গিয়েছিলেন!
উল্লেখ্য, গত ২০ অক্টোবর সৌদি সরকার স্বীকার করে নেয় যে কনসুলেটে ‘হাতাহাতি’-র কারণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক সাংবাদিক খাশোগির মৃত্যু হয়েছে।
Comments