ফের পরীক্ষা দিতে হবে ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের
‘ঘ’ ইউনিটে উত্তীর্ণ ১৮ হাজার শিক্ষার্থীর পুনরায় ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুনরায় পরীক্ষা না হওয়া পর্যন্ত ঘ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচি এবং শিক্ষার্থীদের করণীয়ের বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত সপ্তাহে ‘ঘ’ ইউনিটের ফল ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে ১৮,৫০০ শিক্ষার্থী উত্তীর্ণ দেখানো হয়। কিন্তু তার আগেই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।
প্রকাশিত ফলাফলে দেখা যায় ‘ঘ’ ইউনিটে এবার ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
এর পর থেকেই ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Comments