ভারতের বিশ্বকাপ দলে ফিরলেন বুমরাহ
ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারেন ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরেছেন তিনি। সোমবার ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই।
অস্ট্রেলিয়ায় নিজেদের সেরা বোলিং অ্যাটাকই পাচ্ছে ভারত। বুমরাহর সঙ্গে ফিরেছেন হার্শাল প্যাটেল। বহুল আলোচিত আর্শদিপও আছেন স্কোয়াডে। রবিচন্দ্রন অশ্বিন, দিপক হুডা ও অক্ষর প্যাটেলও জায়গা ধরে রেখেছেন। মোহাম্মদ শামি, রবি বিষ্ণোই ও দিপক চাহারকে রাখা হয়েছে স্ট্যন্ড বাই হিসেবে।
এবার এশিয়া কাপে অনাকাঙ্ক্ষিত এক ইনজুরিতে পড়ে ছিটকে যান রবীন্দ্র জাদেজা। তাকে পাওয়া যাচ্ছে না বিশ্বকাপ দলেও। তার জায়গায় দিপক হুডার উপর আস্থা রেখেছে তারা।
আলোচনায় থাকলেও জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। রিশাভ পান্তের উপরই আস্থা রেখেছে ভারত। তার সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে থাকছেন দিনেশ কার্তিক।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।
স্ট্যান্ড বাই:
মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই ও দিপক চাহার।
Comments