এশিয়া কাপে ফিরলেন জাহানারা

কয়েকদিন পরই ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের এশিয়া কাপের এবারের আসর। এ আসরের জন্য শক্তিশালী দল পাচ্ছে বাংলাদেশ। দলে ফিরেছেন পেসার জাহানারা আলম ও ফারজানা আক্তার পিংকি। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের এ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Jahanara Alam
ছবি: ফিরোজ আহমেদ

কয়েকদিন পরই ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের এশিয়া কাপের এবারের আসর। এ আসরের জন্য শক্তিশালী দল পাচ্ছে বাংলাদেশ। দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের এ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরব আমিরাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে গিয়ে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জাহানারা। তাকে ছাড়াই অবশ্য আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করে টাইগ্রেসরা। তার ফেরায় নিঃসন্দেহে শক্তি বেড়েছে দলের।

বিশ্বকাপ বাছাই পর্বের মাঝ পথে জায়গা পাওয়া ফারিহা আক্তার তৃষ্ণা ও সোহেলী আক্তারও আছেন স্কোয়াডে। সে স্কোয়াডে থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন এ পেসার। বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তাও। 

বাদ পড়লেও মারুফা ও সুপ্তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। তাদের সঙ্গে এ তালিকায় রয়েছেন নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের এশিয়া কাপ। তার উপর আসরটির বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল টাইগ্রেসরা।

আগামী ১ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, রোমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারী, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহলী আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

3h ago