পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

সাত ম্যাচের সিরিজে তিনটি করে জয় ছিল দুই দলেরই। শেষ ম্যাচটি তাই পরিণত হয় অলিখিত ফাইনালে। আর সেই ম্যাচে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারল না পাকিস্তান। বিশাল এক জয়ে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা। দেড় যুগ পর পাকিস্তানে জয় নিয়ে ফিরছে দলটি।

সাত ম্যাচের সিরিজে তিনটি করে জয় ছিল দুই দলেরই। শেষ ম্যাচটি তাই পরিণত হয় অলিখিত ফাইনালে। আর সেই ম্যাচে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারল না পাকিস্তান। বিশাল এক জয়ে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা। দেড় যুগ পর পাকিস্তানে জয় নিয়ে ফিরছে দলটি।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৬৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৯ রান করে তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় নেমে এদিন শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। দলীয় ৫ রানেই বিদায় নেন উড়ন্ত ছন্দে থাকা দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। তখনই যেন হেরে যায় দলটি। কারণ এরপর জয়ের জন্য তাড়া দেখা যায়নি দলটির মধ্যে। দেখে শুনে ইনিংস গড়াই যেন ছিল তাদের লক্ষ্য।

এক শান মাসুদ ছাড়া তেমন কোনো ব্যাটারই কিছু করতে পারেননি। ফিফটি পেলেও দলের জন্য তেমন কার্যকর হয়ে ওঠেনি মাসুদের ইনিংসও। কারণ প্রয়োজনীয় রানের গতি সচল রেখে ব্যাট করতে পারেননি তিনি। ৪৩ বল মোকাবেলা করে খেলেন ৫৬ রানের ইনিংস। ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

এছাড়া ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ অবশ্য উইকেটে সেট হয়েছিলেন। তবে এ দুই ব্যাটারও রানের চাকা সচল করতে পারেননি। যখনই রানের গতি বাড়াতে গিয়েছেন তারা, তখনই আবার হয়েছেন আউট। ফলে চাপ উতরাতে পারেনি দলটি। ২৫ বলে ২৭ রান করেন খুশদিল। আর ১৬ বলে ইফতেখার করেন ১৯ রান।

ইংল্যান্ডের পক্ষে ২৬ রানের খরচায় ৩টি উইকেট পান ক্রিস ওকস। ২২ রানের বিনিময়ে ২টি শিকার ডেভিড উইলির।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় ইংলিশরা। দুই ওপেনার ফিল সল্ট ও আলেক্স হেলসের ওপেনিং জুটিতে আসে ৩৯ রান। এরপর অবশ্য দুই বলের ব্যবধানে এ দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান।

তবে বেন ডাকেটকে নিয়ে দারুণ এক জুটিতে স্বাগতিকদের হতাশা বাড়ান ডেভিড মালান। তৃতীয় উইকেটে ৩১ বলে ৬২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। দলীয় ১০১ রানে ডাকেট আউট হলে হ্যারি ব্রুককে নিয়ে জুটি বাঁধেন মালান। ৬১ বলে হার না মানা ১০১ রানের জুটি গড়ে ইংলিশদের বড় সংগ্রহ এনে দেন তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মালান। ৪৭ বলের ইনিংসটি সাজাতে ৮টি চার ও ৩টি ছক্কা মারেন এ ব্যাটার। ব্রুক খেলেন হার না মানা ৪৬ রানের ইনিংস। ২৯ বলে ১টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। ১৯ বলে ৩০ রান করেন ডাকেট।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

41m ago