'পাকিস্তান প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে'

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে আগের দিন বিশাল ব্যবধানে হারে তারা। ম্যাচে মূলত প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি দলটি। এমন হারের পর দুশ্চিন্তা ভর করেছে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মনে। বিশ্বকাপে প্রথম রাউন্ডেই পাকিস্তানের বাদ পড়ার শঙ্কায় রয়েছেন তিনি।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে ৬৭ রানে হারায় ইংলিশরা। তাদের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। টপ অর্ডার ভেঙে পড়ে শুরুতেই। মিডল অর্ডারও পারেনি কিছু করতে। এক শান মাসুদ কিছুটা লড়াই করেন। কিন্তু পারেননি রানের গতি বাড়াতে।

পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি দেখে তাই বড় শঙ্কা কাজ করছে শোয়েবের মনে। নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ৪৭ বছর বয়সী সাবেক পেসার বলেছেন, 'এটা আমি আগেই বলেছি, আমার ভয় হচ্ছে পাকিস্তান দল হয়তো বিশ্বকাপের প্রথম রাউন্ডেই ছিটকে যেতে পারে।'

পাকিস্তান দলে ব্যাটিং লাইনআপে গভীরতার অভাব দেখছেন শোয়েব, 'পাকিস্তানের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না, যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।'

পাকিস্তানের নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের ব্যাপক সমালোচনা করেছেন শোয়েব, 'সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনো পরিবর্তন আনেনি। যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও তেমনই গড়পড়তার হয়।'

ছাড় পাননি কোচ সাকলায়েন মুস্তাকও। শোয়েব বলেন, 'সাকলায়েন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনো ধারণা আছে। আমার মনে হয় না এখানে তার দক্ষতা আছে।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

8h ago