‘আমরা মজা করে খেলি’, পাকিস্তানকে হারিয়ে বলছে থাইল্যান্ড
বেশ কিছুদিন ধরেই নারী ক্রিকেটে উদীয়মান শক্তি থাইল্যান্ড। মাঝারি পর্যায়ে বেশ কিছু জয় পেলেও বড় দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় ছিল তারা। গত এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে আলোড়ন তুলেছিল, এবার পাকিস্তানকে হারিয়ে গড়ল ইতিহাস। দারুণ এক জয়ের পর কোচ হার্শাল পাঠক বললেন, মাঠে নেমে আনন্দ ও মজা করে খেলাটাই থাকে তাদের লক্ষ্য।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দেয় থাইল্যান্ড। আগে ব্যাট করা পাকিস্তান থাই বোলারদের তোপে আটকে যায় ১১৬ রানে। এক বল বাকি থাকতে রোমাঞ্চকর জয় তুলে উল্লাসে মাতে থাই মেয়েরা।
এই নিয়ে টেস্ট খেলুড়ে কোন দেশের বিপক্ষে দ্বিতীয় জয় পেল থাইল্যান্ড। এর আগে ২০১৮ এশিয়া কাপে তারা হারিয়েছিল শ্রীলঙ্কাকে। ম্যাচ শেষে কথা বলতে এসে দলের কোচ হার্শাল জানান, থাই মেয়েরা মাঠে উড়ে বেড়ান খেলার আনন্দে, 'আমরা খুশি। খুব খুব খুশি। কারণ পাকিস্তান সেরা দলগুলোর একটি। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আনন্দের সঙ্গে খেলতে পারা, আমরা মাঠে মজা করতে চাই। এরপর সবকিছু এমনিতেই হয়ে যাচ্ছে।'
'আসলে আমরা জয়ে অনেক খুশি। কারণ এটা শক্তিশালী দলের বিপক্ষে এসেছে। ব্যাটাররা নিজেদের কাজ করেছে। নাথাকান দারুণ শুরু করে দিয়েছে। যদিও অল্পের জন্যই পারেনি। আমার মনে হয় বিশ্বমানের বোলারদের বিপক্ষে রোসনেন কোনাহ শেষ করেছে।'
মেয়েদের এশিয়া কাপে থাইল্যান্ডের এই জয় সেমি-ফাইনালের সমীকরণ বেশ জমিয়ে দিয়েছে। বড় চার দলের বাইরে শেষ চারে থেকে লড়াইয়ে থাকছে তারাও।
Comments