ডিউক বলে সোমবার শুরু জাতীয় লিগ, খেলবেন তামিম
সোমবার থেকে দেশের চার ভেন্যুতে শুরু হচ্ছে ২৪তম জাতীয় ক্রিকেট লিগ। শুরুর দিকে দেশের প্রথম শ্রেনীর সবচেয়ে বড় এই আসরে পাওয়া যাবে না বেশ কয়েজজন তারকাকে। তবে জাতীয় লিগে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে দুই ম্যাচ খেলবেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমেরও খেলার কথা, কিন্তু শুরুর দিকে রাজশাহী স্কোয়াডে নাম নেই তার। এবার প্রথমবারের মতো খেলা হবে ডিউক বলে।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে জাতীয় দলের বেশিরভাগ তারকা আছেন নিউজিল্যান্ডে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা যাবেন অস্ট্রেলিয়ায়। বিসিবি একাদশের নামে টেস্ট ও ওয়ানডে সেটআপে থাকা ক্রিকেটাররা সিরিজ খেলতে যাচ্ছেন ভারতে। মুমিনুল হক, মোহাম্মদ মিঠুনদেরও তাই পাওয়া যাচ্ছে না জাতীয় লিগে।
টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ায় তামিম ও মুশফিকের সামনে আপাতত কোন খেলা নেই। বিসিবি একাদশের হয়ে ভারত সফরেও যাচ্ছেন না তারা। ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে তাই লম্বা ফাঁকা সময়। নিজেদের খেলার মধ্যে রাখতে এই দুজনই খেলতে চান জাতীয় লিগে।
তামিম জানিয়েছেন প্রথম দুই রাউন্ড খেলবেন তিনি। সেই অনুযায়ী চট্টগ্রাম বিভাগের স্কোয়াডে রাখা হয়েছে ওয়ানডে অধিনায়ককে। পা কেটে গত কিছুদিন মাঠের বাইরে থাকা মুশফিকও মুখিয়ে আছেন মাঠে নামতে। তবে প্রথম রাউন্ডে তার খেলা নিয়ে শঙ্কা থাকায় রাজশাহী স্কোয়াডে রাখা হয়নি তাকে।
টায়ার ওয়ানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগ খেলবে রংপুর বিভাগের বিপক্ষে। এই স্তরের আরেক ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ সিলেট বিভাগ।
টায়ার টুতে খুলনায় স্বাগতিকদের প্রতিপক্ষ ঢাকা মেট্রো। রাজশাহী নিজেদের ভেন্যুতে লড়বে বরিশালের বিপক্ষে।
এবার জাতীয় লিগের জন্য আনা হয়েছে ডিউক বল। এর আগে কোকাবুরা ও এসজি বলে খেলা হতো প্রথম শ্রেনীর এই আসরে। ব্যাটারদের জন্য আরও চ্যালেঞ্জ বাড়াতে ডিউক বল দেওয়া হচ্ছে। ডিউক বলের শাইন অনেকটা বেশি সময় পর্যন্ত থাকে, সিম থাকে খাড়া। বল লম্বা সময় ধরে মুভ করে।
জাতীয় লিগের এই আসরে বেড়েছে ম্যাচ ফি ও প্রাইজ মানি। বাড়ানো হয়েছে ভেন্যুর সংখ্যা। সব মিলিয়ে খেলা হবে ১০টি গ্রাউন্ডে। খেলোয়াড়দের আচরণবিধির জন্য কড়াকড়ি আনা হয়েছে। বিপিএলের মতো থাকছে ডিমেরিট পয়েন্ট। এক বছরের মধ্যে কোন খেলোয়াড় ৮ থেকে ১২ ডিমেরিট পয়েন্ট পেলে দুই ম্যাচ নিষিদ্ধ হবেন।
খেলায় ঢিলেঢালা ভাব কাটাতে আরও কিছু কঠোরতা নিয়ে আসা হয়েছে। কোন ফিল্ডার নির্দিষ্ট কারণ ছাড়া মাঠের বাইরে থাকতে পারবেন না। টেস্ট ম্যাচের মতো যথেষ্ট গুরুত্ব ও তীব্রতা রাখতে ক্রিকেটারদের চাপ দিতে চায় বিসিবি।
Comments