ছক্কায় আহত কিশোরীকে দেখতে গ্যালারিতে ছুটে গেলেন ফিলিপস

যেহেতু মুখে আঘাত সেক্ষেত্রে তাকে এমআরআই পরীক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ফিলিপসের পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও দ্রুত ছুটে গিয়ে এই দর্শকের খবর নেন।
ছবি: সংগ্রহ

শরিফুল ইসলামের বল লঙ অন দিয়ে উড়ালেন গ্লেন ফিলিপস। এই ছক্কাতেই ম্যাচ শেষ। কিন্তু ঘটনা যেন বাকি। ফিলিপস খেয়াল করলেন তার মারা ছক্কায় আহত হয়ে গেছেন এক কিশোরী। ব্যাট ফেলে দ্রুত দৌড়ে সবুজ গ্যালারিতে ছুটে গেলেন নিউজিল্যান্ডের তারকা।

রোববার ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ঘটে এই ঘটনা। বাংলাদেশের ১৩৭ রান অনায়াসে টপকে ৮ উইকেটে জিতে যায় কিউইরা। রান তাড়ায় চারে নামা ফিলিপস ৯ বলে করেন ২৩ রান। যাতে ছিল ২টি করে চার ও ছক্কা। শেষ ছক্কাটি আহত করে দেয় কিশোরী দর্শককে।

নিউজিল্যান্ডের গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ম্যাচ দেখতে থাকা ১২ বছরের এক কিশোরের চোখের নিচের অংশ গিয়ে আঘাত করে বল। মাঠেই তখন চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। ফিলিপিস দ্রুত ছুটে গিয়ে নেন খবর। পরে এই কিশোরীকে নেওয়া হয়েছে ক্রাইস্টচার্চ হাসপাতালে।

যেহেতু মুখে আঘাত সেক্ষেত্রে তাকে এমআরআই পরীক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ফিলিপসের পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও দ্রুত ছুটে গিয়ে এই দর্শকের খবর নেন।

ম্যাচ শেষে কিউই স্পিনার ইশ সোধি জানান এই ব্যাপারটা নিয়ে আগেও তারা উদ্বিগ্ন ছিলেন, 'মাঠে এরকম কয়েকবার হলো। এটা সামলানো কঠিন। আমার মনে হয় গ্যালারিতে কম বয়েসীরা কোথায় বসলে নিরাপদ হবে এটা ভেবে দেখা উচিত।'

'ফিলিপস খুব জোরে বল মেরেছিল। কিশোরীটি টের না পেয়ে আহত হয়েছে। ভাগ্য ভাল যে খারাপ কিছু হয়নি। ফিলিপস এরমধ্যে মেয়েটির জন্য উদ্বেগ জানিয়েছে। আমার মনে হয় সে এখন সঠিক তত্ত্বাবধায়নেই আছে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago