সেমিফাইনালে উঠার সমীকরণ জানেনই না জাহানারা
মেয়েদের এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল কিছুটা শঙ্কায় পড়ে গেলেও হিসেব নিকেশে এখনো বেশ ভালোভাবেই দৌড়ে আছে বাংলাদেশ। কিন্তু দলের এই অবস্থান সম্পর্কে কোন ধারণাই নেই পেসার জাহানারা আলমের। তিনি বরং সেমিফাইনালে উঠার পথটা প্রায় অসম্ভবের কাছাকাছি দেখছেন।
সোমবার ছিল গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে গেলে আর কোন বাড়তি চিন্তার দরকার হতো না। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতায় ডিএলএস মেথডে ৩ রানে হেরে যায় বাংলাদেশ।
এই ম্যাচ হারার পর ৫ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচে অবস্থান বাংলাদেশের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড চারে থাকলেও তাদের শেষ ম্যাচটি শক্তিধর ভারতের বিপক্ষে।
স্বাভাবিক খেলা হলে ভারতকে হারিয়ে থাইল্যান্ডের সেমিতে যাওয়া বেশ কঠিন। থাইল্যান্ড যদি ভারতের কাছে যেকোনো ব্যবধানে হারে তবু সেমিতে উঠতে কেবল সংযুক্ত আরব আমিরাতকে হারালেই চলে বাংলাদেশের।
কারণ নেট রানরেটে বেশ এগিয়ে বাংলাদেশ। ম্যাচ হারলে এখনো ০.৪২৩ রানরেট নিগারদের। থাইল্যান্ডের রানরেট -০.৩০৮। অর্থাৎ পয়েন্ট সমান হলে বাংলাদেশই রানরেটে যাবে সেমিতে। তবে আমিরাতের বিপক্ষে ম্যাচটি যদি কোন কারণে বৃষ্টিতে পণ্ড হয় তবে কপাল পুড়তে হবে স্বাগতিকদের। বৃষ্টির শঙ্কা বাদ দিলে এখনো সবকিছু নিজেদের নাগালেই আছে বাংলাদেশের।
সংবাদ সম্মেলনে নিজেদের সেমির সমীকরণ নিয়ে প্রশ্ন করলে জাহানারা দেন অদ্ভুত শঙ্কায় ভরা জবাব, 'এখানে সমীকরণ একটু কঠিন। আজকের ম্যাচের উপর (ভারত-থাইল্যান্ড) অনেক কিছু নির্ভর করছে। তবে কঠিনই বলা চলে। আজ যদি থাইল্যান্ড খুব বড় ব্যবধানে হারে। কাল যদি আমরা খুব ভালো ব্যবধানে জিততে পারি (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে)। সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে একটু কঠিন আমার মনে হয়।'
Comments