বিজেপিতে যোগ না দেওয়ায় সভাপতির পদ হারিয়েছেন সৌরভ!

সৌরভ গাঙ্গুলির বিসিসিআইয়ের পদ ছাড়ার খবর চাউর হয়েছে আগেই। তবে এবার সামনে এলো তার সরে যাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য। বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল সাবেক ভারতীয় অধিনায়ককে। তাতে রাজি হননি সৌরভ। আর সেকারণেই হারাতে হচ্ছে বোর্ড সভাপতির পদ। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভারতের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত গাঙ্গুলি বিগত তিন বছর ছিলেন বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে। দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পালন করবেন এই সাবেক বাঙলি ক্রিকেটার এমনটাই ভেবে নিয়েছিল সবাই।   

চলতি সপ্তাহেই গাঙ্গুলির পদে বসতে মনোনয়ন জমা দিয়েছেন ১৯৮৩ এর বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি। বোর্ডের সহ সভাপতি রাজিব শুকলা নিজেই জানিয়েছেন এই তথ্য। এদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা দাবি করছেন জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে সৌরভকে।

তবে বোর্ডের নির্বাচনে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বরং বিষয়টি নিয়ে অযথা উত্তাপ ছড়ানোর জন্য বিরোধী দলকে দোষারোপ করেছে ক্ষমতাসীন দলটি।

বিজেপির ভাইস প্রেসিডেন্ট দিলিপ ঘোষ জানিয়েছেন, 'সৌরভ গাঙ্গুলি একজন ক্রিকেট কিংবদন্তি। এখন কিছু মানুষ বিসিসিআইয়ে পরিবর্তনকে অযথা ইস্যু বানাবে।' 

রাজনীতিবিদদের সাথে সৌরভের সম্পর্ক নিয়ে প্রায় সময়ই সরব থাকে ভারতীয় গণমাধ্যমগুলো। এ বছরের শুরুতেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বাড়িতে অতিথি হয়েছিলেন।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago