বাবর-রিজওয়ানের পরামর্শ নিলেন লিটন
বর্তমান ক্রিকেট বিশ্বে বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে দুর্দান্ত ছন্দে রয়েছেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। ধারাবাহিকভাবে রান করে চলেছেন এ দুই ব্যাটার। বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচ খেলার পর এ দুই তারকা ক্রিকেটারের কাছ থেকে পরামর্শ নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস।
এদিন আরও একটি হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। তবে বাকি ম্যাচের তুলনায় শেষ ম্যাচে ভালো হয়েছে টাইগারদের ব্যাটিং। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে দারুণ এক জুটি গড়ে টাইগারদের লড়াইয়ে পুঁজি এনে দেন লিটন। ম্যাচে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন এ ব্যাটার। এমন ইনিংস শেষেও বাবর ও রিজওয়ানের টিপস নিতে কৃপণতা করেননি লিটন।
সামাজিকমাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে লিটনকে সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ দেন বাবর, 'যত কম শুনবেন আত্মবিশ্বাস ততটাই স্থির থাকবে। না চাইতেও তোমার মাঝে দ্বিধা চলে আসেই, ভালো করতে থাকলেও। কেউ একজন কোন কথা বলে দিল, সেটা শুনলে সমস্যা।'
আরেক তারকা রিজওয়ান বলেছেন, 'রিস্টার্ট বাটন চাপো, সব শেষ হবে তাতে। খেলায় শূন্য হবে, ১০ হবে, সেঞ্চুরি হবে। ড্রেসিংরুমে যদি নিজেকে ভিন্ন বানাতে পারো তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। তখন সেখানে অনেকে এমন হবে যারা সাকিবের মত মানসিকভাবে শক্ত।'
'মানসিকভাবে নিজেকে এক জিনিসের জন্য তৈরি করে ফেলো। ক্যারিয়ারে এমন ১০ ইনিংস যাবে যেখানে আমি সব করে ফেলতে পারব, আবার এমন ১০ ইনিংস যাবে যেখানে কিছু করতে পারব না। যে বড় খেলোয়াড় হবে সে এই ২০ ইনিংসে ৪ বার ফ্লপ হবে, ১৬ বার জিতবে,' যোগ করে বলেন রিজওয়ান।
ক্রাইস্টচার্চে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই হারে সাকিবের দল। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারে ৭ উইকেটে। আগে ব্যাট করে জোড়া ফিফটিতে ১৭৩ রান করেছিল বাংলাদেশ। সে লক্ষ্য ১ বল হাতে রেখে পেরিয়ে যায় পাকিস্তান।
Comments