ক্রিকেট

টেস্টের পর ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স

বেশ কয়েকজনের নাম উচ্চারিত হলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো প্যাট কামিন্সকে।
ছবি: এএফপি

অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর থেকেই চলছিল আলোচনা। বেশ কয়েকজনের নাম উচ্চারিত হলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো প্যাট কামিন্সকে। টেস্টের পর ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই তারকা পেসার।

মঙ্গলবার দলের নতুন ওয়ানডে দলনেতা হিসেবে কামিন্সের নাম নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই সংস্করণে দেশটির ২৭তম অধিনায়ক তিনি। তবে একটি জায়গায় তার অবস্থান অনন্য। প্রথমবারের মতো ওয়ানডেতে অজিদের নেত্রিত্ব দিবেন কোনো পেসার। কামিন্সের আগে বোলার হিসেবে সবশেষ অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল প্রয়াত তারকা শেন ওয়ার্নকে। নব্বই দশকের শেষদিকে ১১ ওয়ানডেতে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

অধিনায়ক বেছে নেওয়ার তালিকায় ডেভিড ওয়ার্নারকে বিবেচনা করা হয়নি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেসময় তাকে আজীবনের জন্য অস্ট্রেলিয়ার নেতৃত্বেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধিতে যুক্ত করা হয়। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, সেই নিয়মে সংশোধন আনা হতে পারে ওয়ার্নারকে দায়িত্ব দেওয়ার জন্য।

কামিন্সের পাশাপাশি অধিনায়ক হওয়ার জন্য বিবেচনায় ছিলেন আরও কয়েকজন। তারা হলেন স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। ভারতে অনুষ্ঠেয় আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বেছে নেওয়া হয়েছে কামিন্সকে।

দায়িত্ব পাওয়ার পর সাবেক অধিনায়ক ফিঞ্চকে টেনে ২৯ বছর বয়সী কামিন্স বলেছেন, 'আমি ফিঞ্চের অধীনে খেলা সব সময় উপভোগ করেছি এবং তার নেতৃত্বগুণ থেকে অনেক কিছু শিখেছি। গুরুত্বপূর্ণ কিছু ফাঁকা জায়গা পূরণ করতে হবে। তবে এই ওয়ানডে দলের অভিজ্ঞতার পাল্লা ভারী হওয়ায় আমরা খুবই ভাগ্যবান।'

আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে কামিন্স যাত্রা শুরু করবেন ওয়ানডে অধিনায়ক হিসেবে। দুই দল নিজেদের মধ্যে তিনটি ওয়ানডে খেলবে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে এই সংস্করণে ৭৩ ম্যাচ খেলে ২৮.০৪ গড় ও ৫.২১ ইকোনমিতে ১১৯ উইকেট নিয়েছেন কামিন্স।

Comments

The Daily Star  | English

Post-Covid price inflation drives up poverty

At least 27.51 lakh more Bangladeshis fell into poverty in 2022 due to the global food price hike and post Covid-19 impacts, according to a paper by a researcher at the International Food Policy Research Institute (IFPRI).  

3h ago