ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশ-ভারত লড়াই

খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ছবি: বিসিসিআই

সিরিজটি ঠিক হয়ে ছিল অনেক আগেই। এবার সূচিও চূড়ান্ত হয়ে গেছে। তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে পহেলা ডিসেম্বর বাংলাদেশে আসবে ভারত। খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ডিসেম্বরের এক তারিখ বাংলাদেশ আসবেন রোহিত শর্মারা। ৪ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৭ ও ১০ ডিসেম্বর। ওয়ানডে ম্যাচগুলোর শুরু হওয়ার সময় ঠিক হয়নি। একই সময় কাতারে চলবে ফুটবল বিশ্বকাপ। মেগা ওই আসরটির কথা মাথায় রেখে ম্যাচ শুরুর সময় পরে ঠিক হবে হলে জানা গেছে। 

ওয়ানডে সিরিজ পর টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে দুদল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি শুরু হবে ১৪ ডিসেম্বর। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলার পর ফের ঢাকায় আসবে সিরিজ। ২২ ডিসেম্বর মিরপুরে হবে শেষ টেস্ট। 

তারিখ ম্যাচ ভেন্যু
৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে মিরপুর
৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে মিরপুর
১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে মিরপুর
১৪ থেকে ১৮ ডিসেম্বর প্রথম টেস্ট চট্টগ্রাম
২২ থেকে ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মিরপুর

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হতে চলেছে এটি, 'বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক ম্যাচগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছিল আমাদের। দুদেশের ভক্তরাই এই সিরিজের অপেক্ষায় আছে।'

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ তার বিবৃতিতে বলেন, 'ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুভকামনা জানাচ্ছি। ভারত-বাংলাদেশ ম্যাচ সমর্থকদের মাঝে প্রচন্ড আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। আমরা জানি বাংলাদেশের ভক্তটা কতটা ক্রিকেট পাগল ও আমি নিশ্চিত সাদা ও লাল বলে তারা দুর্দান্ত লড়াই দেখতে পাবে।'

ভারত সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৫ সালে। সেবার মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার বেশ ভুগিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের। একমাত্র টেস্ট ড্র হলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল মাহেন্দ্র সিং ধোনীর দল।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

10m ago