জাতীয় লিগে এবার একদিনে পাঁচ সেঞ্চুরি

আগের দিন সবগুলো ম্যাচেই দাপট দেখিয়েছিলেন বোলাররা। ব্যাটারদের ভোগান্তির চিত্র পরের দিন একদমই গেল বদলে। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় দিনে এসেছে পাঁচ সেঞ্চুরি।

মঙ্গলবার প্রথম স্তরের ম্যাচে সিলেটের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ঢাকা বিভাগের দুই  অভিজ্ঞ সেনানি আব্দুল মজিদ ও শুভাগত হোম। দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রোর হয়ে তিন অঙ্ক স্পর্শ করেছেন ভিসা জটিলতায় বিসিবি একাদশের হয়ে ভারত যেতে না পারা নাঈম শেখ। সেঞ্চুরি এসেছে শরিফুল্লাহর ব্যাটে। প্রথম স্তরে রংপুর বিভাগের হয়ে আরেকটি সেঞ্চুরিতে রাঙিয়েছেন অভিজ্ঞ নাঈম ইসলাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছিল দুই ইনিংস। প্রতিপক্ষকে ১১৩ রানে আটকেও নিজেরা ৭৬ রানে গুটিয়েছিল সিলেট। প্রথম ইনিংসের ব্যাটিং ভোগান্তি পুরো ইউটার্ন নিয়ে নিল। ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসে করে ফেলে ৪৫৭ রান। যাতে ১৭৬ রান মজিদের, ১৪৫ করেন শুভাগত। এই দুজনের মুন্সিয়ানায় সিলেটকে ৪৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ঢাকা। বাকি দুই দিনে ম্যাচ জেতার চ্যালেঞ্জ শিরোপার দৌড়ে থাকা জাকির হাসানের দলের।

 নাঈম-শরিফউল্লাহ সেঞ্চুরি

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে ভাল অবস্থানে ঢাকা মেট্রো। দুই দিনের খেলা শেষে তাদের সংগ্রহ  ৭ উইকেটে ৩৬৭ রান।  প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ২৫২ করেছিল রাজশাহী। ঢাকা মেট্রো জোড়া সেঞ্চুরিতে এগিয়ে গেল ১১৫ রানে।

প্রথম শ্রেণীতে প্রথম তিন অঙ্কের দেখা অনেকটা আগ্রাসী মেজাজে করেন বাঁহাতি নাঈম। ৯৩ বলে সেঞ্চুরির করার পর ৯ চার , ৫ ছক্কায় আউট হন ১১২ রান করে। ঠিক ১০০ রান আসে শরিফুল্লাহর ব্যাটে।

পরে হতাশ করেন আইচ মোল্লা, শামসুর রহমান শুভ, জাহিদুজ্জামান খানরা। ষষ্ঠ উইকেটে ১৭৭ রানের জুটি গড়েন আমিনুল ইসলাম বিপ্লব ও শরিফউল্লাহ। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ১০০ রানেই আউট হন শরিফউল্লাহ।

অভিজ্ঞ নাঈম টানছেন রংপুরকে

রংপুরের অনেক সাফল্যের নায়ক নাঈম ইসলাম দলের ভীষণ প্রয়োজনে আবার নিজেকে চিনিয়েছেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রথম স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তার সেঞ্চুরিতেই বড় লিড নিয়েছে রংপুর বিভাগ।

চট্টগ্রামের ১০০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৬৩ রান করেছে রংপুর। তাদের লিড ২৬৩ রানের। দলকে শক্ত জায়গায় নিয়ে ১৩১ রানে অপরাজিত আছেন নাঈম। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার ২৯তম সেঞ্চুরি। এছাড়া নাসির হোসেনের ব্যাট থেকে এসেছে ৪৮ রান।

এদিকে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বোলাররাই দেখাচ্ছেন দাপট। রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে  ইনিংস হারের শঙ্কায় আছে বরিশাল বিভাগ

ব্যাটসম্যানদের দাপটের দিনে ভিন্ন চিত্র কেবল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। খুলনার বোলারদের তোপে ফলো-অনে পড়েছে বরিশাল বিভাগ। ইনিংস পরাজয় এড়ানোর অভিযানে দ্বিতীয় ইনিংস শুরু করেছে তারা।

প্রথম ইনিংসে খুলনার করা ৩১৫ রানের জবাবে ১৪৫ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে বরিশাল। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেটে ৪৬ রান করেছে তারা। ইনিংস হার এড়াতেই ৭ উইকেট নিয়ে আরও ১২৪ রান করতে হবে তাদের।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

1h ago