২৫ নভেম্বর বাংলাদেশে আসছে ভারত 'এ' দল

ডিসেম্বরের শুরুতেই টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। তার কিছু দিন আগেই দেশটির 'এ' দলও আসছে বাংলাদেশে। এ সফরে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে দুটি চার দিনের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ খেলবে তারা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৫ নভেম্বর বাংলাদেশে আসবে ভারতের 'এ' দল। ধারণা করা হচ্ছে এ দলে থাকবেন কয়েকজন ভারতীয় জাতীয় দলের খেলোয়াড়ও।

২৫ নভেম্বর দলটি বাংলাদেশে আসলেও তিন দিন পর প্রথম আনঅফিশিয়াল টেস্ট শুরু হবে ২৯ নভেম্বর থেকে। এরপর ফের তিন দিনের বিরতি। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট। তবে ম্যাচ দুটো কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও জানায়নি বিসিবি।

তবে বিসিবি সূত্রে জানা গেছে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর দ্বিতীয় ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি একাদশের আদলে বর্তমানে বাংলাদেশ 'এ' দল সফর করছে ভারতে। তামিলনাড়ুতে চারদিনের ম্যাচের সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ হেরেছে মুমিনুল-মিঠুনরা।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago