ভারতের বিপক্ষে ওয়ানডে দলে নেই মোসাদ্দেক

Bangladesh cricket team
ছবি: এএফপি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ জনের ওয়ানডে দলে নেই কোন  নতুন মুখ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ গেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

গত অগাস্ট মাসে জিম্বাবুয়েতে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল। ইনজুরির কারণে সেই দলে ছিলেন না ওপেনার লিটন দাস। সাকিব আল হাসান ছিলেন না ছুটি নেওয়ায়। দলের সেরা দুই তারকাই অনুমিতভাবে ফিরেছেন ভারতের বিপক্ষে। এছাড়াও ইনজুরির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকা ইয়াসির আলিও ফিরেছেন ওয়ানডে দলে। 

জিম্বাবুয়ের বিপক্ষে রান পাওয়ায় জায়গা ধরে রেখেছেন ওপেনার এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে রান না পেলেও টিকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তবে সর্বশেষ সিরিজে দলে থাকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা হয়নি।

ওয়ানডে স্কোয়াডে বাংলাদেশ রেখেছে ৪ পেসার। বিশেষজ্ঞ স্পিনার আছেন তিনজন।

৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ১০ ডিসেম্বর শেষ ম্যাচ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ১২টায়।

ওয়ানডে সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে রোহিত শর্মার ভারত। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতীয় দল।

ওয়ানডে সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে রোহিত শর্মার ভারত। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতীয় দল। 

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।

Comments

The Daily Star  | English

Rizvi voices concern over corruption allegations against advisers

He said the students should have exercised greater caution upon becoming part of the government and holding power

Now