ব্রিসবেন টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট

প্যাট কামিন্সের টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে শুরু থেকেই প্রোটিয়া ব্যাটারদের চেপে ধরল তার বোলাররা। স্রোতের বিপরীতে একাই লড়লেন কাইল ভেরেইনে, কিন্তু টেম্বা বাভুমা ছাড়া আর কেউই পারলেন না তাকে সঙ্গ দিতে। বল হাতে জ্বলে উঠলেন নাথান লায়ন-স্কট বোল্যান্ড-মিচেল স্টার্ক-কামিন্সরা, দুশোর নিচেই তারা গুটিয়ে দিলেন ডিন এলগারের দলকে।

শনিবার ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অজি বোলারদের তোপে প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তিনটি করে উইকেট শিকার করেছেন স্টার্ক ও লায়ন, জোড়া উইকেট ঝুলিতে পুরেছেন কামিন্স ও বোল্যান্ড। জবাবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের ব্যাটে তা সামলে নিয়েছে স্বাগতিকরা। স্কোরবোর্ডে পাঁচ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলে দিন শেষ করেছে তারা।

সাত রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে অস্ট্রেলিয়া। ৭৭ বলে ৭৮ রান করে ক্যাঙ্গারুদের আশার প্রতীক হয়ে ক্রীজে টিকে রয়েছেন হেড। এর আগে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে ফিফটির দেখা পেয়েছেন কেবল ভেরেইনে, ৬৪ রান এসেছে তার ব্যাট থেকে। তিনি ছাড়া দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন মাত্র তিন জন প্রোটিয়া ব্যাটার।

সফরকারীদের মতো ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি অজিরাও। ইনিংসের প্রথম বলেই রাবাদার বলে গোল্ডেন ডাকের শিকার হয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার। হতাশ করেন ফর্মে থাকা মারনাস লাবুশানেও, মার্কো ইয়ানসেনের শিকারে পরিণত হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১১ রান। এক ওভার বাদেই উসমান খাওয়াজাকে ফেরান নরকিয়া।

মাত্র ২৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া এরপর ঘুড়ে দাঁড়ায় হেড-স্মিথের ১১৭ রানের জুটিতে। ৩৬ রান করে স্মিথ ফিরে গেলেও অপরাজিত আছেন হেড। নাইটওয়াচ ম্যান হিসেবে ক্রীজে আসা বোল্যান্ডও ফিরে যান পরের ওভারে। দিনের শেষ ওভারে তার উইকেট না হারালে আরেকটু সুবিধাজনক অবস্থানে থাকতে পারত ক্যাঙ্গারুরা।    

এর আগে মাত্র পঞ্চম ওভারেই এলগারকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে অজিদের প্রথম সাফল্য এনে দেন স্টার্ক। ওয়ান ডাউনে নামা রসি ভন ডার ডুসেনও টিকতে পারেননি বেশিক্ষণ, একই কায়দায় তাকে সাজঘরে পাঠান কামিন্স। এরপর একই ওভারে সারেল এরউই ও খায়া জন্ডোকে তুলে নেন বোল্যান্ড।

পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটি গড়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান ভেরেইনে ও বাভুমা। ৩৮ রান করে স্টার্কের বলে বাভুমা বোল্ড হয়ে গেলে ভাঙে সেই জুটি। এরপর একপ্রান্তে ভেরেইনে উইকেট আগলে রাখলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।

শেষ পর্যন্ত অষ্টম ব্যাটার হিসেবে লায়নের বলে আউট হওয়ার আগে ৬৪ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডিকে আউট করে প্রোটিয়া ব্যাটিংয়ের লেজটা দ্রুতই গুটিয়ে দেন কামিন্স ও লায়ন।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

6h ago