আইপিএল নিলামে অবিক্রীত লিটন

চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছেন লিটন দাস। ১৯ ম্যাচ খেলে পেয়েছেন চার হাফসেঞ্চুরি। তার স্ট্রাইক রেটও অসাধারণ, ১৪০.২০। কিন্তু আইপিএল নিলামে অবিক্রীত থেকে গেলেন তিনি। বাংলাদেশের তারকা ওপেনারকে দলে পেতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখা যায়নি।
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে শুক্রবার কোচিতে অনুষ্ঠিত হচ্ছে সংক্ষিপ্ত পরিসরের নিলাম। ডানহাতি ব্যাটার লিটনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাসম্পন্ন উইকেটরক্ষকদের তালিকায় ওঠে তার নাম। কিন্তু নিলামের সঞ্চালক লিটনের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোযোগ কাড়ার চেষ্টা করে ব্যর্থ হন। ১০ দলের মধ্যে হওয়া নিলামে কেউই তাকে পেতে আগ্রহ দেখায়নি। আইপিএল খেলার অভিজ্ঞতা এখনও হয়নি লিটনের।
নিলামের প্রথম দফায় অবিক্রীত থাকলেও লিটনের এখনও দল পাওয়ার সুযোগ রয়েছে। তবে তা নির্ভর করছে আগামী ২০২৩ সালের আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর চাহিদা ও জায়গা ফাঁকা থাকার ওপর। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এবার ৮৭ ক্রিকেটার দল পাবেন। এদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা হতে পারে সর্বোচ্চ ৩০ জন।
নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ৪০৫ ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের রয়েছেন চারজন। ৫০ লাখের ক্যাটাগরিতে লিটন ছাড়াও আছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। শীর্ষ টাইগার তারকা সাকিব আল হাসান এবার ভিত্তিমূল্য কমিয়ে করেছেন ১ কোটি ৫০ লাখ রুপি। তারপরও তিনি থেকে গেছেন অবিক্রীত। গতবারের মেগা নিলামেও দল পাননি সাকিব। সেবার তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সবশেষ ২০২১ সালে আইপিএলে খেলেছিলেন তিনি।
গত বছর বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এবারও এই বাঁহাতি পেসারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
Comments