দল পর্যালোচনা

অভিজ্ঞতা পুঁজি সিলেট স্টাইকার্সের

Mashrafee Mortaza and Mushfiqur Rahim
দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিম

বিপিএলে প্রতিবারই ব্যর্থতার আরেক নাম সিলেটের ফ্র্যাঞ্চাইজি। যারাই যখন দল বানিয়েছে আসেনি সাফল্য। বেশিরভাগ সময় সিলেটের নামের দলগুলোকে থাকতে হয়েছে তলানিতে। এবার একদম নতুন মালিকানায় খোলনলচে বদলে নামছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। মালিকানায় নতুনত্ব থাকলেও দলটির মূল শক্তি দেশের অভিজ্ঞ ও পুরনো ক্রিকেটাররা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে কেন্দ্র করেই মূলত তৈরি করা হয়েছে সিলেট স্টাইকার্সের স্কোয়াড। ড্রাফট থেকে তারা দলে নিয়েছে দেশের ক্রিকেটের আরেক অভিজ্ঞ নাম মুশফিকুর রহিমকে। আছেন অভিজ্ঞতায় পোক্ত রুবেল হোসেনও।

বিদেশি তারকাদের মধ্যেও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। সেরা সময় পেরিয়ে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির খেলবেন সিলেটের দলে। আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। বিদেশি তালিকায় অবশ্য পাকিস্তানের মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা, জিম্বাবুয়ের রায়ান বার্লের মতো বর্তমান সময়ের কয়েকজন আছেন।

ওপেনিংয়ে ভারতের বিপক্ষে টেস্টে নামা বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসানকে খেলাবে তারা। বাংলাদেশের উইকেটে শান্ত কার্যকর হলেও তার স্ট্রাইকরেট নিয়ে আছে প্রশ্ন। মিডল অর্ডারে মুশফিক ছড়া ভরসা করার মতো ব্যাটারের ঘাটতি আছে। তৌহিদ হৃদয় কুড়ি ওভারের ক্রিকেটে এখনো নিজেকে চেনাতে পারেননি। কিপার ব্যাটার আকবর আলি মূলত খেলেন নিচের দিকে।

স্থানীয় পেসারদের মধ্যে রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিবকে নিয়েছে তারা। অভিজ্ঞ স্পিনার নাবিল সামাদও আছেন দলটিতে।  সব মিলিয়ে স্টাইকার্সকে বলা যায় গড়পড়তা। মাশরাফি-মুশফিকের অভিজ্ঞতা আর বিদেশীদের পারফরম্যন্সে ভর করেই ছুটতে হবে তাদের।

সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান সারওয়ার চৌধুরী জানান, সিলেটের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগের সব নেতিবাচক ইম্প্রেশন এবার তাদের দলটি আড়াল করে দেবে,  'অতীতের বিপিএল সিলেটের পরিচালনা নিয়ে নানা কথা হয়,আসন্ন বিপিএল -২০২৩ সিলেট স্ট্রাইকার্স ভক্তদের নিরাশ করবে না। আমরা সকল শ্রেণির মানুষের কাছে সহযোগিতা চাই। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে দেয়ার কারিগর মাশরাফির এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স চমক দেখাতে সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।'

৬ জানুয়ারি  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্টাইকার্স।

সিলেট স্টাইকার্স  

সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)। 

ড্রাফট থেকে দেশি:  মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব। 

ড্রাফট থেকে বিদেশি: টম মুরস (ইংল্যান্ড), গুলবদিন নাইব (আফগানিস্তান)। 

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

8h ago