হেসেখেলে উত্তরাঞ্চলকে হারাল মধ্যাঞ্চল

প্রথম ইনিংসে বড় লিড নিয়ে ম্যাচে চালকের আসনেই ছিল বিসিবি মধ্যাঞ্চল। এরপর বল হাতে বিসিবি উত্তরাঞ্চলের ৪ উইকেট তুলে নিয়ে আরও জুতসই করেছিল নিজেদের অবস্থান। তৃতীয় দিনে আরও ২ উইকেট শিকার করলেন পেসার আবু হায়দার রনি। বুক চিতিয়ে লড়েও হারের হাত থেকে দলকে বাঁচাতে পারলেন অধিনায়ক আকবর আলি।
উত্তরাঞ্চল দ্রুত গুটিয়ে যাওয়ায় সহজ লক্ষ্য পেল মধ্যাঞ্চল। দুই ওপেনারের ব্যাটেই তা পার করে ফেলল তারা।
বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে উত্তরাঞ্চলকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে মধ্যাঞ্চল। ৮২ রানের সহজ লক্ষ্য অপরাজিত থেকে নিরাপদে পাড়ি দেন আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মজিদ। এর আগে ৪৪ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করা উত্তরাঞ্চল গুটিয়ে যায় আর ১২৫ রান যোগ করতেই। ৪ উইকেট ঝুলিতে নেন রনি।
দিনের দ্বিতীয় ওভারেই রনির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন নাসির হোসেন। ফিফটির কাছে গিয়ে আউট হয়ে যান সাইফ। তার ৪৩ রানের ইনিংসের সমাপ্তি টানেন আরিফুল হক। এরপর সোহরাওয়ার্দি শুভর সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা চালান আকবর। ৫৬তম ওভারে ১৬ রান করে শুভ ফিরে গেলে ভাঙে ৪৩ রানের জুটি। সালাউদ্দিন শাকিল ফিরে যান মাত্র ১ রান করেই।
নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেন আকবর। তাকেও ফেরান রনি। ২ উইকেট শিকার করেন মুশফিক হাসান।
জবাবে মজিদ রয়ে সয়ে খেললেও ওয়ানডে মেজাজে ফিফটি হাঁকান মামুন। ৯ চার ও ৩ ছয়ে অপরাজিত থাকেন ৭০ বলে ৬৬ রান করে। অপর প্রান্তে মজিদ অপরাজিত থাকেন ৩৬ বলে ১৭ রানে।
Comments