লম্বা মেয়াদে চিকিৎসা নিতে হবে পান্তকে

Rishabh Pant
ফাইল ছবি: এএফপি

অল্পের জন্যই বেঁচে গেলেন রিশভ পান্ত। একটু এদিক-সেদিক হলে ক্রিকেট দুনিয়াকে পেতে হতো মর্মান্তিক এক খবর। মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ভারতের উইকেটকিপার ব্যাটার আশঙ্কামুক্ত থাকলেও তার শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে জখম।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে পান্তের কোচ দেবেন্দ্র শর্মা বলেন, পান্তের বর্তমান অবস্থা এখন স্থিতিশীল। তবে তাকে যেতে হবে দীর্ঘ মেয়াদী চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে। হাঁটুর লিগামেন্টের চোট সারাতে ম্যাক্স হাসপাতালে তাকে কোন সমাধান দেওয়া হবে না। এজন্য তাকে শিগগিরই দিল্লি অথবা মুম্বাইতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে।

তবে পান্থের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের এমআরআই দু'টি রিপোর্টই স্বাভাবিক এসেছে। এ ছাড়া মুখের চোট, শরীরে তৈরি হওয়া বিভিন্ন ক্ষত এবং ছড়ে যাওয়ার জায়গায় প্লাস্টিক সার্জারি করা হবে।

শুক্রবার গোড়ালি ও হাঁটু প্রচণ্ড ফোলা ও ব্যথা থাকায় এমআরআই করা যায়নি,  শনিবার এমআরআই করা হবে। তবে এসব জায়গায় আপাতত 'স্প্লিনটেজ' (অত্যাধুনিক প্লাস্টার) দিয়ে রাখা হয়েছে। পান্তের ভ্রুর উপর ক্ষতিগ্রস্ত হয়েছে, পিঠেও আছে জখম। এসব স্বাভাবিক চিকিৎসাতেই সেরে যাবে।

পান্তের এখন যা অবস্থা তাতে সহসাই তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। শারীরিক ক্ষতের সঙ্গে পান্তের মানসিক ধাক্কাও লেগেছে প্রচণ্ড। ভোররাতে তিনি যখন দুর্ঘটনায় পড়েন তখন পাশে আর কেউ ছিল না। গাড়িটি দুই তিনবার উলটে গিয়ে আগুন ধরে যায়। তখনই একটি যাত্রীবাহী বাসের চালক পান্তকে ভয়ংকর পরিস্থিতি থেকে উদ্ধার করেন। অ্যাম্বুলেন্সও ডেকে দেন তিনি।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় দিল্লি থেকে বাড়িতে ফেরার পথে হরিদ্বার জেলার ররকিতে জাতীয় মহাসড়কে পান্তের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এএনআইর খবর অনুসারে, ররকির একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পান্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়েছে। 'পান্ত নিজেই গাড়ি চালাচ্ছিলেন' উল্লেখ করে উত্তরখণ্ড পুলিশের ডিআইজি অশোক কুমার সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, 'স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ররকির মোহাম্মদপুরে সড়ক বিভাজনে ধাক্কা লাগলে পান্তের গাড়ি উলটে যায়। গাড়িতে আগুন ধরে।'

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

31m ago