পান্তকে উদ্ধারকারী বাস চালক পেলেন বিশেষ সম্মাননা

বাস থামিয়ে সুশীল কুমার যদি এগিয়ে না যেতেন হয়ত আগুনের ঝাঁজ থেকে নিজেকে একা রক্ষা করা সম্ভব হতো না রিশভ পান্তের। নির্জন মহাসড়কে উল্টে যাওয়া গাড়িতে আগুন ধরার পর পরিচয় না জেনেই আর্তনাদ করতে থাকা পান্তকে উদ্ধারে এগিয়ে যান বাস চালক সুশীল। নিঃস্বার্থ এই মানুষকে সম্মাননা জানিয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের সড়ক বিভাগ। সম্মাননা পেয়েছেন বাস চালকের সহকারী পরমজিতও।
শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরখন্ডের বাড়িতে ফেরার পথে রুরকি নামক জায়গায় সড়ক বিভাজনে ধাক্কা খায় পান্তের গাড়ি। কয়েকবার উল্টে লেগে যায় আগুন। ভোর সাড়ে ৫টার দিকে তখন ওই পথে যাচ্ছিল এক বাস। দুর্ঘটনা দেখে বাস চালক গাড়ি থামিয়ে ছুটে যান উদ্ধারে।
অবাক করা বিষয় হলো ক্রিকেট খেলার প্রতি আগ্রহ না থাকায় তিনি পান্তকে চিনতেই না। তবে একজন মানুষ আক্রান্ত হয়েছে, এই কথা ভেবেই চালান উদ্ধার তৎপরতা। সুশীলের বাসে থাকা যাত্রীরা এসে চিনতে পারেন পান্তকে। গাড়ির গ্লাস ভেঙে বের করে হয় ভারতের কিপার ব্যাটারকে। বাস চালক ডেকে আনেন অ্যাম্বুলেন্স।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে বাসচালক সুশীল কুমার এবং তার সহকারী পরমজীতকে সম্মাননা জানিয়েছে হরিয়ানা সড়ক বিভাগ। রাজ্য সরকারও তাদের সম্মাননা দেবে। পিটিআইর খবর, এই দুজনকে প্রশংসাপত্র ও শিল্ড তুলে দেওয়া হয়েছে।'
হরিদ্বার থেকে পানিপথে যাচ্ছিল সুশীলের বাস। রুরকির কাছে গিয়ে তারা দেখতে পান পান্তের বেপরোয়া অবস্থা। গণমাধ্যমকে সুশীল বর্ণনা করেছেন ঘটনা, 'আমরা হরিদ্বার থেকে যাচ্ছিলাম, তিনি দিল্লি থেকে এদিকে আসছিলেন। আমাদের বাস চলছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে। হঠাৎ দেখতে পাই একটি গাড়ি বেপরোয়াভাবে এলোপাথাড়ি ছুটে আসছে। টের পাচ্ছিলাম খারাপ কিছু ঘটবে, ১০ সেকেন্ডের মধ্যে তা সড়ক বিভাজকে ধাক্কা লেগে উলটে যায়। বাস থামিয়ে দেখিয়ে গাড়িটিতে আগুন লেগেছে, তখন দৌড়ে ছুটে যাই।'
Gratitude to #SushilKumar ,a Haryana Roadways driver who took #RishabhPant away from the burning car, wrapped him with a bedsheet and called the ambulance.
We are very indebted to you for your selfless service, Sushil ji #RealHero pic.twitter.com/1TBjjuwh8d— VVS Laxman (@VVSLaxman281) December 30, 2022
সুশীলের এই মানবিক বোধ স্পর্শ করে গেছে ভারতের সাবেক ব্যাটার ভিভএস লক্ষ্মণকে। টুইট করে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এই চালকের প্রতি, 'সুশীল কুমারকে কৃতজ্ঞতা। হরিয়ানার এই চালক আগুনে পুড়তে থাকা গাড়ি থেকে রিশভ পান্তকে বের করে চাদর দিয়ে মুড়ে অ্যাম্বুলেন্স ডাকেন। নিঃস্বার্থ এই সেবার কাছে আমরা ঋণী হয়ে গেলাম।'
Comments