এবার চ্যাম্পিয়ন হবার স্বাদটা পেতে চান মিরাজ

২০২২ দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। বল হাতে গোটা বছরই পার করেছেন দুর্দান্ত সময়, সদ্য সমাপ্ত ভারত সিরিজে দেখিয়েছেন ব্যাটিং ভেল্কি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এলেই এই অলরাউন্ডারের মনে হানা দেয় একবারও শিরোপা ঘরে তুলতে না পারার আক্ষেপ। তাই ফরচুন বরিশালের হয়ে এবার শিরোপা জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চান উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া এই ক্রিকেটার।
২০২৩ বিপিএলে কাগজে কলমে বেশ শক্তিশালী দল গড়েছে বরিশাল। অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ জুটির সঙ্গে আছেন ইফতেখার আহমেদ, রাহকিম কর্নওয়ালের মতো ব্যাটাররা। স্কোয়াডকে পরিপূর্ণতা দিয়েছেন এনামুল হক বিজয়, খালেদ আহমেদ, ইবাদত হোসেনরা। গতবার ফাইনাল হারলেও এবার চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী মিরাজ।
সোমবার বরিশালের অনুশীলন সেশনের এক ফাঁকে ২৫ বছর বয়সী এই তারকা বলেন, 'বিপিএলে যতদিন খেলেছি…এই নিয়ে ছয়বার খেলবো। দুইবার ফাইনাল খেলেছি। একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি। চ্যাম্পিয়নের স্বাদ একবারও নিতে পারিনি। আই হোপ (আশা করি) এবার চ্যাম্পিয়ন হবো।'
দল নিয়ে সন্তুষ্টিও ঝরেছে মিরাজের কণ্ঠে, 'অবশ্যই আমাদের দলটা খুবই ভালো হয়েছে। আমাদের দলে সাকিব ভাই আছেন। শেষ বছরও খেলেছেন। রিয়াদ ভাই আছেন। আমি আছি। ইবাদত আছে। খালেদ আছে। জাতীয় দলের অলমোস্ট (প্রায়) অনেক খেলোয়াড় অাছে। আশা রাখছি অবশ্যই চ্যাম্পিয়ন হবো।'
জাতীয় দলে মূলত সাত-আটে ব্যাট করে থাকেন মিরাজ। তবে ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ কয়েকবার ওপেনিংয়ে নেমে ব্যাটিং ঝলক দেখিয়েছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই অলরাউন্ডার। বিশেষত ঘরোয়া ক্রিকেটে। ফলে বাংলাদেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট আসরে ব্যাটিং অর্ডারের কিছুটা ওপরের দিকে ব্যাট করতে আগ্রহী তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দিলেন টিম ম্যানেজমেন্টের ওপর।
মিরাজ বলেন, 'অবশ্যই টিম ম্যানেজমেন্ট এটা সিদ্ধান্ত নেবে (ওপেনিং করবেন)। এখনো সময় বাকি আছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আসবে কোন জায়গায় ব্যাটিং করবো। আমি মনে করি টিমের পজিশন অনুযায়ী আমাকে যেখানেই খেলাবে, সব সময় এই কথাটা বলে এসেছি। আমি চাইবো যে ওপরে ব্যাটিং করার জন্য নিজে থেকে। তারাও আত্মবিশ্বাসী আছে। দেখি শেষ পর্যন্ত কি হয়।'
Comments