রেকর্ডময় ডাবল সেঞ্চুরি করেও পরের ম্যাচে একাদশে নেই ইশান
এই তো গত মাসেই বাংলাদেশের বিপক্ষে রেকর্ডময় ডাবল সেঞ্চুরি করে নিজেকে রাঙিয়েছিলেন ইশান কিশান। তরুণ এই বাঁহাতি ব্যাটার এমন ইনিংস খেলেও জায়গা পাকা করতে পারলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক পরের ওয়ানডেতেই তাকে একাদশে রাখেনি ভারত।
মঙ্গলবার গৌহাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। সেই ম্যাচের একাদশে রাখা হয়নি ইশানকে। চোট কাটিয়ে অনুমিতভাবে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। আগের দিন সংবাদ সম্মেলনেও ইশানকে একাদশে না রাখার আভাস দিয়েছিলেন তিনি।
শুভমান গিলকে নিয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন রোহিত। একাদশে উইকেটকিপার ব্যাটার হিসেবে টিকে গেছেন লোকেশ রাহুল। মিডল অর্ডারে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারের সঙ্গে আছেন হার্দিক পান্ডিয়া।
গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেন ইশান। ওয়ানডে ইতিহাসে যা দ্রুততম ডাবল সেঞ্চুরির ঘটনা।
ইশানের বিস্ফোরক ইনিংসে চারশো ছাড়ানো পুঁজি গড়ে বড় ব্যবধানে ম্যাচ জিতে ভারত। প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই হেরেছিল তারা। সেই দুই ওয়ানডেতেও সুযোগ পাননি ইশান। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে দেখিয়েছিলেন নিজের সামর্থ্যের প্রমাণ। তাতেও জায়গা পোক্ত করতে পারলেন না তিনি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, মোহাম্মদ শামি, যুজভেন্দ্র চেহেল, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ
Comments