মেয়েদের আইপিএলের টিভি সত্ত্বও বিক্রি হলো চড়া দামে
ছেলেদের আইপিএলের সঙ্গে হয়ত কোন তুলনা চলে না। সেটা বিক্রি করে বিসিসিআই পেয়েছিল ৪৮ হাজার কোটি টাকার বেশি। তবে মেয়েদের আইপিএলও কম গেল না। নতুন এই আসরের জন্য টিভি সত্ত্ব থেকে ৯৫১ কোটি টাকা পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সোমবার মুম্বাইয়ে ২০২৩ থেকে ২০১৭ পর্যন্ত মেয়েদের আইপিএলের নিলামের সত্ত্ব বিক্রি করেছে বিসিসিআই। পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকা দিয়ে সত্ত্ব কিনে নিয়েছে ভিয়াকম ১৮। আটটি দল আগ্রহী হলেও শেষ পর্যন্ত নিলামে অংশ নেয় ভিয়াকম ১৮ ও ডিজনি স্টার।
পাঁচ বছরের আইপিএলে প্রতি ম্যাচের সম্প্রচার সত্ত্ব থেকে পাওয়া মূল্য দাঁড়াচ্ছে ৭ কোটি ৯ লাখ রুপি। এর আগে ছেলেদের আইপিএলের টিভি সত্ত্ব ৪৮ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড।
প্রথমবার হতে যাওয়া মেয়েদের আইপিএলে অংশ নেওয়ার কথা পাঁচ দলের। প্রতি মৌসুমে ম্যাচ হবে ২২টি। তবে ২০২৬ সালে গিয়ে টুর্নামেন্টের গতিপথ দেখতে বাড়তে পারে আরও এক দল।
ছেলেদের আইপিএলে দল থাকা চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ মেয়েদের আইপিএলে দল পাওয়ার আগ্রহ জানিয়ে বিড করেছে। বিডিং প্রক্রিয়া শেষে ২৫ জানুয়ারি ঘোষণা হবে বিজয়ী পাঁচ দল।
Comments