পাকিস্তান অধিনায়ক বাবরের বিরুদ্ধে ফের যৌন কেলেঙ্কারির অভিযোগ
বাবর আজমের বিরুদ্ধে এক সতীর্থের প্রেমিকার সঙ্গে যৌন উত্তেজক বার্তা চালাচালির অভিযোগ উঠেছে। পাকিস্তান অধিনায়কের ভিডিও ও ভয়েস রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। অভিযুক্ত ডানহাতি তারকা ব্যাটার এই প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম ফক্স স্পোর্টস মঙ্গলবার জানিয়েছে, অভিযোগের সত্যতা নিয়ে অস্পষ্টতা রয়েছে। তবে ভিডিও ও ভয়েস রেকর্ডিংয়ে এক অজ্ঞাতনামা নারীর সঙ্গে অন্তরঙ্গ আলাপরত অবস্থায় পাওয়া গেছে বাবরকে। ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে। সেগুলোর মধ্যে একটি হলো, বাবর ওই নারীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পাকিস্তান একাদশে তার প্রেমিকের জায়গা নিরাপদ থাকবে যদি তিনি তার সঙ্গে যৌন উত্তেজক বার্তা আদান-প্রদান চালিয়ে যান।
মাঠের বাইরের বিতর্কে বাবরের নাম জড়িয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২০ সালে তার বিরুদ্ধে একটি যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছিল। তবে পরের বছর তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
স্বীকৃত টুইটার অ্যাকাউন্ট ডক্টর নিমো যাদব প্রথম বাবরের বিরুদ্ধে অভিযোগ এনে একটি পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন, 'বাবর আজম পাকিস্তানের অন্য এক ক্রিকেটারের প্রেমিকার সঙ্গে যৌন উত্তেজক বার্তা চালাচালি করছেন এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি তার সঙ্গে এটা চালিয়ে যান, তবে তার প্রেমিক দলের বাইরে থাকবেন না। আমি আশা করি, আল্লাহ এসব দেখছেন।'
টুইটার অ্যাকাউন্টটি একটি প্যারোডি পেজ হওয়ায় অবশ্য অভিযোগের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভক্তি তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, বিষয়টির সত্যতা রয়েছে এবং সেকারণে বাবরকে বিপাকে পড়তে হবে। আবার অনেকের মতে, পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে একটি মহলের ইচ্ছাকৃত নেতিবাচক প্রচারণার অংশ এটি। ইতোমধ্যে তার পক্ষে 'হ্যাশট্যাগ স্টে স্ট্রং বাবর আজম' টুইটারে ট্রেন্ডিং হিসেবে চলছে।
Comments