টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ওয়ার্নার

হালের টি-টোয়েন্টি সংস্করণে মেতেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণেই খেলতে আগ্রহী ক্রিকেটাররা। আর তাতে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেজায় শঙ্কিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কি হবে তাই ভেবে আতঙ্কিত এ অজি ক্রিকেটার।

হালের টি-টোয়েন্টি সংস্করণে মেতেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণেই খেলতে আগ্রহী ক্রিকেটাররা। আর ঠিক তার উল্টোটা টেস্ট ক্রিকেট নিয়ে। তাই টেস্টের ভবিষ্যৎ নিয়ে বেজায় শঙ্কিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কি হবে তাই ভেবে আতঙ্কিত এ অজি ক্রিকেটার।

নাম-যশ তো রয়েছেই, খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থের মালিক হওয়ার সহজতম উপায় টি-টোয়েন্টি ক্রিকেট। আর মূলত এ কারণেই এ সংস্করণে ঝুঁকছেন তরুণরা। তাতে আগামীতে টেস্ট ক্রিকেট হুমকির মুখে পড়তে পারে বলেই মনে করেন ওয়ার্নার। 

অস্ট্রেলিয়া দলের হয়ে ১০১টি টেস্ট ও প্রায় আড়াইশর কাছাকাছি সীমিত ওভারের ম্যাচ খেলা এ ক্রিকেটার বলেন, 'একদিন আমি (ডেভিসের) সঙ্গে কথা বলছিলাম। সে সাদা বলের ক্রিকেট খেলতে পছন্দ করে। তাকে আমি সম্প্রতি লাল বলের ক্রিকেট খেলতে দেখিনি। সে যদি এটায় তার মন দিতে চায় তবে অবশ্যই খেলতে পারে।'

'তবে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কী ঘটতে চলেছে তা নিয়ে আমার কিছুটা আতঙ্ক রয়েছে, ক্রিকেট আসলে কোন দিকে যাচ্ছে। আমি লাল বলের ক্রিকেট খেলতে এবং টেস্ট ক্রিকেট খেলতে আসা ছেলেদের পছন্দ করি কারণ এটাই লিগ্যাসি যা আপনি পিছনে রেখে যেতে চান,' যোগ করেন ওয়ার্নার।

টেস্টকেই ক্রিকেটের আসল সংস্করণ দাবি করেন এ অজি ক্রিকেটার। কিন্তু টাকার কারণেই সব বদলে যাচ্ছে বলে মনে করেন তিনি, 'টেস্ট অঙ্গনে খেলা দুর্দান্ত ব্যাপার এবং এটাই ক্রিকেটের সত্যিকারের পরীক্ষা। এবং এটা দিয়েই খেলাটা কতোটা ভালো তা পরিমাপ করেন। দিনের শেষে, সবকিছুই আর্থিক পুরষ্কারের সঙ্গে আসে।'

টেস্ট ছাড়া ক্রিকেট অঙ্গনে ক্যারিয়ার দীর্ঘ করা কঠিন বলেই মনে করেন এ অস্ট্রেলিয়ান, '(টেস্ট ছাড়া) এখানে কেবলমাত্র খুব ছোট সংখ্যক লোক রয়েছে যারা এটি করতে সক্ষম হয়েছে এবং তাদের দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। ছেলেরা এই মুহূর্তে লিগে এবং চারপাশের জিনিসগুলোতে স্বল্পমেয়াদী খোঁজে। আপনার মুদ্রার সেরা মূল্য পাওয়ার উপায় আসলে এখানে নিজের নাম তৈরি করা।'

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

1h ago