জয়াবর্ধনের আশা ভারতকে হারিয়ে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া

৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দারুণ ছন্দে থাকলেও ভারতের মাঠে পরিসংখ্যান বেশ রুগ্ন অজিদের।
mahela jayawardene
ফাইল ছবি

জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উঠার লড়াই। কোন দুই দল ফাইনালে যাবে সেই ফয়সালা হয়ে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়ার আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজে। বড় দুই দলের উত্তাপের সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও তুমুল। শ্রীলঙ্কার সম্ভাবনা মাথায় রেখে এই সিরিজ নিয়ে নিজের চিন্তা তুলে ধরেছেন মাহেলা জয়াবর্ধনে।

৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দারুণ ছন্দে থাকলেও ভারতের মাঠে পরিসংখ্যান বেশ রুগ্ন অজিদের।

তবে বর্তমান বাস্তবতায় জম্পেশ লড়াইয়ের আভাস পাচ্ছেন জয়াবর্ধনে। আইসিসি টিভিকে দিলেন তেমনই অভিমত,    'আমার মনে হয় এটা দারুণ সিরিজ হতে যাচ্ছে। ভারতের কন্ডিশন অস্ট্রেলিয়ান ব্যাটাররা কীভাবে সামলায় এটা দেখতে হবে। অস্ট্রেলিয়ায় বোলিং আক্রমণ দারুণ, দেখার বিষয় ভারতের ব্যাটাররা এটা কীভাবে সামলায়। কোন দল সিরিজটি ভালো শুরু করে ও মোমেন্টাম পায় এটার উপর নির্ভর করছে। অসাধারণ কিছু হবে।'

এই সিরিজে অস্ট্রেলিয়া না হারলেই তারা নিশ্চিত করে ফেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হারলে সুযোগ তৈরি হবে শ্রীলঙ্কার। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে সিরিজ জিতলে ফাইনালে পা রাখবে লঙ্কানরা। সমীকরণ মাথায় রেখেই অজিদের সমর্থন দিচ্ছেন জয়াবর্ধনে, তাদের সম্ভাবনাও দেখছেন বেশি,  'অনুমান করা কঠিন (সিরিজের ফল)। কিন্তু শ্রীলঙ্কান হিসেবে আমি আশা করছি অস্ট্রেলিয়া ভালো করবে। সম্ভবত ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়া সিরিজ জিতবে। কিন্তু এটা সত্যিই খুব কঠিন হবে।'

ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের আগেই শুরু হয়ে যাবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ। টেবিলের তলানিতে থাকায় নিউজিল্যান্ডের সুযোগ নেই। কিন্তু তিন নম্বরে থাকা ফাইনালের আশা বেশ ভালোভাবেই আছে দিমুথ করুনারত্নের দলের। ভারতকে টপকে ফাইনালে যেতে সব সমীকরণ পক্ষে পাবে লঙ্কানরা, এমন আশা জয়াবর্ধনের, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শুরুর আগে শ্রীলঙ্কা সাত বা আটে ছিল। তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। ধারাবাহিক ক্রিকেট খেলেছে। এজন্য টেবিলের উপরের দিকে নিজেদের জায়গা করে নিয়েছে।'

'নিউজিল্যান্ড সেরা দলগুলোর একটি। আমার ধারণা এটা দুর্দান্ত এক সিরিজ হতে চলেছে। আশা করছি অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার পথটা করে দেবে।'

গিলকে নিয়ে প্রশংসা

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পর টি-টোয়ন্টিতেও সেঞ্চুরি করেছেন শুভমান গিল। এই ওপেনার টেস্টেও রোহিত শর্মার সঙ্গী হবেন। জয়াবর্ধনের মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করার সামর্থ্য আছে এই তরুণের,  'সে খুবই ভালো। সে টেকনিক্যালি খুব নিখুঁত এবং পেস বলের বিপক্ষে ভালো। এর ফলে অস্ট্রেলিয়ার আক্রমণ সামলাতে সে সাবলীল থাকবে।'

'সে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছে। সে যদি তার ছন্দটা লাল বলের ক্রিকেটেও নিয়ে আসে। যদি খেলার টেম্প, পরিমিতিবোধ, কন্ডিশন ও পরিস্থিতি সম্পর্কে বোঝাপড়া রাখে। তাহলে সে ভারতের শক্তিশালী এক সম্পদে হবে।'

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

7h ago