হাথুরুসিংহে ফেরায় উচ্ছ্বসিত, রোমাঞ্চিত তাসকিন

Taskin Ahmed

আগের দফায় চন্ডিকা হাথুরুসিংহের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়েছিলেন তাসকিন আহমেদ। মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়ার পর আবার ফিরে এখন দলের অন্যতম সেরা ভরসা তিনি। তার সেরা সময়ে ফিরছেন পুরনো কোচ হাথুরুসিংহেও। তাতে ভীষণ রোমাঞ্চিত, উচ্ছ্বসিত ডানহাতি পেসার।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন হাথুরুসিংহে। তার দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে অভিষেক হয় তাসকিনের। ক্যারিয়ারের শুরু ঝলকের অনেকটা হাথুরুসিংহের অধীনেই হয়েছে তাসকিনের। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেটেছে বাংলাদেশের দারুণ সময়।

সাড়ে পাঁচ বছর পর দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হিসেবে ফেরানো হয়েছে। চলতি মাসে ইংল্যান্ড সিরিজ দিয়েই দায়িত্ব নেবেন তিনি।

বুধবার রাজধানীতে একটি পণ্যের দূত হওয়ার আয়োজনে গিয়ে এই পেসার পুরনো কোচকে নতুনভাবে পাওয়া নিয়ে জানালেন নিজের উচ্ছ্বাস,  'আমি রোমাঞ্চিত যে আমাদের সেই আগের কোচ  হাথুরুসিংহে আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে.... ভালো হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম ওরা আগের থেকে একটু পরিণত খেলোয়াড়। দলের অবস্থান আরও ভালো।'

তাসকিন জানান, নতুন দফায় দায়িত্ব নিয়ে পুরনো শিষ্য সবার সঙ্গেই যোগাযোগ করছেন লঙ্কান কোচ। খেলা নিয়ে এরমধ্যেই হয়েছে অনেক আলোচনা,   'উনার সঙ্গে সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছিল। পরিকল্পনা শেয়ার করেছিল, বোলারদের কি ভূমিকা, ব্যাটারদের কি ভূমিকা। আসলে আবার মিটিং করবে।' 

হাথুরুসিংহের আগের সময়টায় যথেষ্ট ভালো মানের পেসার ছিল না বাংলাদেশ স্কোয়াডে। পাইপলাইনও ছিল দুর্বল। এখন সেই ঘাটতি অনেকটাই নেই। বেশ কয়েকজন পেসার আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়ে জায়গা থিতু করে নিয়েছেন। পেসারদের নিয়েও আগের সময়ের চেয়ে হাথুরুসিংহে তার মানসিকতায় বদল আনবেন বলে বিশ্বাস তাসকিনের,  'আসলে মিটিং করলে বুঝতে পারবো। নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসররা ধারাবাহিক বেশি। এটাও একটা ইতিবাচক দিক। আশা করছি পেসাররাও খেলবে ইনশাআল্লাহ।'

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

59m ago