ক্রিকেট

ক্রিকেটকে বিদায় জানালেন মরগান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন গত জুনেই। আট মাস পার না হতেই এবার সব ধরণের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। সোমবার সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে দিয়ে এ ঘোষণা দেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন গত জুনেই। আট মাস পার না হতেই এবার সব ধরণের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। সোমবার সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে দিয়ে এ ঘোষণা দেন তিনি।

২০১৫ সালে বিশ্বকাপ ভরাডুবির পর মরগানের নেতৃত্বে আমূল বদলে যেতে থাকে ইংল্যান্ড। সে ধারায় ২০১৯ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপও জিতে নেয় দলটি। তবে ফর্মহীনতায় গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। সে চিন্তায় বদলে ফেললেন এ ক্রিকেটার।

সামাজিকমাধ্যমে দেওয়া বিবৃতিতে মরগান লিখেছেন, 'অত্যন্ত গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। অনেক ভেবেচিন্তে মনে হয়েছে, যে খেলার জন্য বছরের পর বছর এত কিছু পেয়ে এসেছি, সেটা ছাড়ার এখনই সময়। ২০০৫ সালে ইংল্যান্ডের মিডলসেক্সে যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলা পর্যন্ত—প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।'

অথচ বয়স মাত্র ৩৬ হয়েছে মরগানের। এ বয়সে অনেকেই চুটিয়ে খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সদ্যই খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগেও। পার্ল রয়্যালসের জার্সিতে গত সপ্তাহে নকআউট পর্বের ম্যাচে খেলেন তিনি। সেটাই শেষ ম্যাচ হয়ে রইল এ ইংলিশ তারকার।

আন্তর্জাতিক ক্রিকেটের সূচনাটা আয়ারল্যান্ডের হয়ে করেছিলেন মরগান। ২০০৬ সালে ১৬ বছর বয়সে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে করেন ৯৯ রান। এরপর ২০০৯ সালে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন। ইংল্যান্ডের হয়ে খেলেন ১৬টি টেস্ট, ২৪৮টি ওয়ানডে, ১১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০২টি, লিস্ট এ-তে ৩৭৯টি ও ৩৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন এ সাবেক ইংলিশ অধিনায়ক। গত বছরের ১৯ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মরগান।

মাঠের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেও ঠিকই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকছেন মরগান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সঙ্গে কাজ করবেন তিনি। এছাড়া কোচ হিসেবেও দেখা যেতে পারে তাকে।

Comments

The Daily Star  | English
Jatiya Party Logo

JP may walk if MPs not given cakewalk

Jatiya Party, the main opposition party in parliament, will stick to its demand to have the ruling Awami League candidates withdrawn from at least 23 constituencies, currently represented in the House by JP MPs, party insiders said.

13h ago