দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক বাভুমা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমাই পেয়েছেন সাদা পোশাকের দায়িত্বও।
টেস্টে ডিন এলগারের স্থলাভিষিক্ত হলেন বাভুমা। একই সঙ্গে ওয়ানডে দলের নেতৃত্বও দিবেন তিনি। তবে ছেড়েছেন টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব। এ সংস্করণে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল ভীষণ। শেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই গ্রুপপর্ব থেকে বিদায় নেয় প্রোটিয়ারা।
২০২১ সালে টেস্ট অধিনায়ক করা হয়েছিল এলগারকে। তার অধীনে প্রথম চারটি সিরিজেই জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয় তাদের। নেতৃত্ব হারালেও টেস্ট দলে রয়েছেন এলগার।
অধিনায়ক পরিবর্তন ছাড়াও টেস্ট দলে কিছু পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। ওপেনার সারেল এরউই ও ভ্যান ডার ডাসেন বাদ পড়েছেন। ফিরেছেন এইডেন মার্করাম। দলে নতুন মুখ টনি ডি জর্জি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের টেস্ট স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, সিমন হারমার, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, সেনুরান মুথুস্যামি, অ্যানরিচ নরকিয়া, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
Comments