শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার
ডেভিড ওয়ার্নারকে নিয়ে অনিশ্চয়তার কথা আগের দিন জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাকে পাওয়ার নিভু নিভু আশাও ছিল তার ভেতর। কিন্তু সেটা আর হচ্ছে না। বাম হাতের কনুইয়ের চিড় নিয়ে আপাতত আর খেলায় ফেরার সম্ভাবনা নেই অজি ওপেনারের। ভারতের বিপক্ষে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গিয়ে দেশে ফিরছেন তিনি।
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আপাতত সিডনিতে গিয়ে পুনর্বাসন চালাবেন বাঁহাতি ওপেনার। সেরে উঠে তিনি ফের ভারতে গিয়ে যোগ দেবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে।
দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় মোহাম্মদ সিরাজের বলে দুই দফায় আঘাত পান ওয়ার্নার । হেলমেটে বল লাগায় প্রথম ইনিংসের পর আর নামতে পারেননি, নিতে হয় কনকাশন বদলি। পরে জানা যায় ব্যাট করার সময় কনুইতেও আঘাত পেয়েছিলেন তিনি। সেই আঘাতই হয়ে গেল বড়।
ওয়ার্নার বাদ পড়ে গেলেও তার জায়গায় আর কাউকে স্কোয়াডে যুক্ত করছে না অজিরা। তার জায়গায় দ্বিতীয় ইনিংসে ওপেন করা ট্রেভিস হেডকে একই ভূমিকায় দেখা যাবে তৃতীয় টেস্টেও। আগের দিন চোটে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের জায়গাও দেশ থেকে কেউ আর নতুন করে এসে যোগ দিচ্ছেন না।
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে গেছেন পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। পারিবারিক সমস্যা কাটিয়ে পরের সপ্তাহেই যোগ দেবেন অধিনায়ক প্যাট কামিন্স।
নাগপুর ও দিল্লিতে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ১ মার্চ ইন্দোরে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
Comments