রুট-ব্রুকের সেঞ্চুরিতে দাপুটে শুরু ইংলিশদের

২১ রানেই পরে গেল তিন উইকেট। তাতে কিউইদের সূচনাটা হলো দুর্দান্ত। এরপর জো রুট ও হ্যারি ব্রুকের ব্যাটে বাকীটা কেবলই ইংলিশদের গল্প। দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে উল্টো দারুণ একটি দিন কাটালো ইংল্যান্ড।

২১ রানেই পরে গেল তিন উইকেট। তাতে কিউইদের সূচনাটা হলো দুর্দান্ত। এরপর জো রুট ও হ্যারি ব্রুকের ব্যাটে বাকীটা কেবলই ইংলিশদের গল্প। দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে উল্টো দারুণ একটি দিন কাটালো ইংল্যান্ড।

ওয়েলিংটনে বেসিন রিজার্ভে শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে  ৩ উইকেটে ৩১৫ রান তুলে প্রথম দিন শেষ করেছে বেন স্টোকসের দল।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দলীয় ৫ রানেই ভাঙে তাদের ওপেনিং জুটি। ম্যাট হেনরির বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন জ্যাক ক্রাউলি। পরের ওভারের ফিরে ওলি পোপকেও ফেরান হেনরি। তৃতীয় স্লিপে তার ক্যাচ ধরেন মিচেল ব্রেসওয়েল।

এর পরের ওভারে আরেক ওপেনার বেন ডাকেটকে ফেরান নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। তৃতীয় স্লিপে তার ক্যাচও ধরেন ব্রেসওয়েল।

২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ইংলিশদের হাল ধরেন রুট ও ব্রুক। রুট কিছুটা দেখে শুনে খেললেও শুরু থেকেই আগ্রাসী ব্রুক। সাউদির করা পরের ওভারে টানা তিনটি চার মেরে পাল্টা আঘাতে শুরু তার। এরপর দুই প্রান্তেই নিয়মিত বাউন্ডারি মেরে এগিয়ে যেতে থাকেন দুই ব্যাটার।

এদিন খেলা হয়েছে মোটে ৬৫ ওভার। আলোক স্বল্পতায় আগেই শেষ হয় দিনের খেলা। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ২৯৪ রানের জুটি গড়ে দিন শেষ করেন তারা। তবে এর আগেই দুই ব্যাটারই তুলে নিয়েছেন নিজেদের সেঞ্চুরি।

ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন ব্রুক। ১৬৯ বলে করেছেন অপরাজিত ১৮৪ রান। ২৪টি চার ও ৫টি ছক্কায় সাজান নিজের ইনিংস। টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি তুলে ১০১ রানে অপরাজিত আছেন রুট। ১৮২ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

নিউজিল্যান্ডের পক্ষে ৬৪ রানের খরচায় ২টি উইকেট নিয়েছেন হেনরি। একটি শিকার সাউদির।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago