ভারতকে ১০৯ রানে গুটিয়ে ৪৭ রানের লিড অজিদের

প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়াকে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য করেছে ভারত। সেই ভারত তৃতীয় টেস্টের শুরুতেই পড়েছে বিপদে। মাত্র ১০৯ রানেই গুটিয়ে গেছে দলটি। টিকতে পারেনি দেড় সেশনও।

প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়াকে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য করেছে ভারত। সেই ভারত তৃতীয় টেস্টের শুরুতেই পড়েছে বিপদে। মাত্র ১০৯ রানেই গুটিয়ে গেছে দলটি। টিকতে পারেনি দেড় সেশনও।

মঙ্গলবার ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে মাত্র ৩৩.২ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে গেছে ভারত। যা ঘরের মাঠে টেস্টের এক ইনিংসে ভারতের ১৩তম সর্বনিম্ন স্কোর। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৬ রান তুলে দিন শেষ করেছে অজিরা। ৪৭ রানের লিড পেয়েছে তারা।

মূলত আগের টেস্টে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমানের ঘূর্ণিতে পড়ে ভারত। এ স্পিনার একাই তুলে নেন ৫টি উইকেট। ঘূর্ণির মায়াজাল বেছান নাথান লাওনও। তার শিকার ৩টি। এই দুই স্পিনারের দাপটেই নিয়মিত উইকেট হারায় ভারত।

এদিন দলীয় ২৭ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি। ভাঙেন কুনেমান। অধিনায়ক রোহিত শর্মাকে ফেলেন স্টাম্পিংয়ের ফাঁদে। এক ওভার পর ফিরে আরেক ওপেনার শুভমান গিলকেও ফেরান তিনি।

দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলাতে না সামলাতে চেতশ্বর পুজারাকে বোল্ড করে দেন লাওন। এক ওভার পর ফিরে ছন্দে থাকা রবীন্দ্র জাদেজাকেও ফেরান তিনি। স্কোরবোর্ডে ১ রান যোগ হতে শ্রেয়াস আইয়ারকে বোল্ড কুনেমান। তাতে বড় চাপে পরে যায় স্বাগতিকরা।

স্রিকার ভরতকে নিয়ে এরপর কিছুটা প্রতিরোধের আভাস দিয়েছিলেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ২৫ রানের জুটি গড়ে আরেক স্পিনার টড মার্ফির শিকার হন তিনি। ভরতকে ফেরালে বের হয়ে আসে লেজ। পারেননি লেজের কোনো ব্যাটারও ঝলসে উঠতে। ফলে কোনো মতে একশ পার করে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন কোহলি। গিলের সংগ্রহ ২১ রান। এছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন রোহিত, ভরত, উমেশ যাদব ও আকসার প্যাটেল।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। ট্রাভিস হেডের বিদায়ে দলীয় ১২ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে দলের হাল ধরেন উসমান খাওয়াজা। ৯৬ রানের জুটি গড়েন তারা।

এরপর অবশ্য জাদেজার নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে ৩৮ রানের ব্যবধানে ৩টি উইকেট তুলে নেয় ভারত। লাবুশেনকে বোল্ড করে জুটি ভাঙেন জাদেজা। খাওয়াজাকে গিলের ও অধিনায়ক স্টিভ স্মিথকে উইকেটরক্ষক ভরতের ক্যাচে পরিণত করেন এ অলরাউন্ডার।

১৪৭ বলে ৪টি চারের সাহায্যে ৬০ রানের ইনিংস খেলেন খাওয়াজা। লাবুশেন ৩১ ও স্মিথ ২৬ রান করেন। পিটার হ্যান্ডকম্ব ৭ ও ক্যামেরুন গ্রিন ৬ রানে উইকেটে আছেন। ভারতের হয়ে ৬৩ রানের খরচায় ৪টি উইকেট নেন জাদেজা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago