অজিদের ৭৬ রানের লক্ষ্য দিতে পারল ভারত

আগের দিনই ৪৭ রানে এগিয়ে থাকা অজিদের প্রথম ইনিংস থামানো গেল বড় লিড নেওয়ার আগেই। তবে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংটা জমিয়ে করতে পারেনি ভারত। ফলে সফরকারীদের কোনোমতে ৭৬ রানের লক্ষ্য দিতে পেরেছে তারা।

আগের দিনই ৪৭ রানে এগিয়ে থাকা অজিদের প্রথম ইনিংস থামানো গেল বড় লিড নেওয়ার আগেই। তবে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংটা জমিয়ে করতে পারেনি ভারত। ফলে সফরকারীদের কোনোমতে ৭৬ রানের লক্ষ্য দিতে পেরেছে তারা।

ইন্দোরে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের অলআউট হয়েছে ভারত। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায়।

তবে ইন্দোরে প্রথম দিনেই বড় টার্ন পেয়েছেন স্পিনাররা। ব্যাটিং করাটাই দুঃসহ ব্যাপার ব্যাটারদের জন্য। তার উপর চতুর্থ ইনিংসে ব্যাট করা আরও কঠিন। ফলে ৭৬ রানের লক্ষ্যতেই রোমাঞ্চকর লড়াই আশা করতে পারেন সমর্থকরা।

আগের দিনের ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া এদিন শেষ ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে কেবল ৪১ রান। তবে পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরুন গ্রিন দিনের শুরুটা করেছিলেন ভালোই। পঞ্চম উইকেটে ৪০ রানের জুটি গড়েন তারা।

কিন্তু এ জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবের তোপে ১১ রানের ব্যবধানে ছয়টি উইকেট হারায় সফরকারীরা। এ দুই বোলারই উইকেট তুলে নিয়েছেন ৩টি করে। হ্যান্ডসকম্ব ১৯ ও গ্রিন ২১ রান করেন।

প্রথম ইনিংসে ৮৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তবে শুরুটা ভালো হয়নি এবারও। নাথান লাওনের ঘূর্ণিতে পড়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। একাই ৮টি উইকেট তুলে নিয়েছেন লাওন।

ব্যাটারদের আসা যাওয়ার মাঝে অবশ্য এক প্রান্ত আগলে রেখেছিলেন চেতশ্বর পুজারা। নাথান লাওনের বলে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার ১টি ছক্কায় সাজানো ইনিংসটি গড়েছেন ১৪২ বল মোকাবেলা করে। এছাড়া শ্রেয়াস আইয়ার করেন ২৬ রান।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago