ড্রই হলো আহমেদাবাদ টেস্ট, সিরিজ ভারতের

পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৭৫ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দলের লিড তখন ৮৪ রান। কিন্তু এরপর ড্র মেনে নেয় দুই দল।

ব্যাটিং স্বর্গে আহমেদাবাদ টেস্টের ভাগ্য যে নিষ্প্রাণ ড্র হতে যাচ্ছে তা আগেই ইঙ্গিত মিলেছিল। শেষ পর্যন্ত হয়েছেও তা। অস্ট্রেলিয়ার সঙ্গে চতুর্থ টেস্ট ড্র করে সিরিজ জিতে নিয়েছে ভারত। এ নিয়ে অজিদের বিপক্ষে টানা চারটি সিরিজ জিতে নিল তারা।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছিল ভারত। তাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হচ্ছে না তাদের কাছ থেকে। এরপর অবশ্য ইন্দোর টেস্ট জিতে আশা জাগিয়েছিল অস্ট্রেলিয়া। তবে চতুর্থ ও শেষ টেস্ট ড্র হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৭৫ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দলের লিড তখন ৮৪ রান। কিন্তু এরপর ড্র মেনে নেয় দুই দল। ফলে আর ব্যাটিংয়ে নামা হয়নি স্বাগতিকদের।

এদিন নাইটওয়াচম্যান ম্যাথিউ কুনেমানকে ফেরানো যায় শুরুতেই। তবে দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেডের সঙ্গে ১৩৯ রানের জুটি গড়েন মার্নাস লাবুশেন। সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া এ ব্যাটারকে বোল্ড করে দেন আকসার প্যাটেল। এরপর স্টিভ স্মিথে সঙ্গে অবিচ্ছিন্ন ২২ রানের জুটি গড়ার পর ইনিংস ঘোষণা করে দলটি। 

১৬৩ বলে ৯০ রানের ইনিংস খেলেন হেড। ১০টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ২১৩ বলে ৭টি চারের সাহায্যে অপরাজিত ৬৩ রান করেন লাবুশেন।

এর আগে উসমান খাওয়াজা ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮০ রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারত করে ৫৭১ রান। এ দুই ইনিংস শেষ হতেই শেষ হয় চার দিন। তাই টেস্টের ভাগ্য যে ড্র হতে যাচ্ছে তা এক অর্থে নির্ধারিত হয়ে যায় তখনই।

১৮৬ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন কোহলি। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন যৌথভাবে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সিরিজে অশ্বিন ২৫টি ও জাদেজার ২২টি উইকেট নেন। এছাড়া ব্যাট হাতে ১৩৫ রান করেন জাদেজা। অশ্বিনের সংগ্রহ ৮৬ রান।

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

25m ago