যে পারে সে সবই পারে: সাকিব

'যে রাঁধে সে চুলও বাঁধে।' পুরনো এই বাংলা প্রবাদটা আরও একবার নতুন করে মনে করিয়ে দিলেন সাকিব।
Shakib Al Hasan

ইংল্যান্ড সিরিজ শেষে বিতর্কিত এক ব্যক্তির ডাকে গেলেন দুবাই। সেখানে থেকে ফিরে সিলেটে মাঠে নামেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এক ম্যাচ পর ঢাকায় যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। পরের ম্যাচ শেষে বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করতে ফের ঢাকায়। ভ্রমণের উপরেই আছেন সাকিব আল হাসান।

তারকা খ্যাতি পাওয়ার পর থেকেই এমনটা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সাকিবের জন্য। এই তাকে দেখা যায় খেলার মাঠে, আবার এই দেখা যায় তাকে কোনো বিজ্ঞাপন চিত্রের কাজে। পরিবারকে সময় দিয়ে সামাজিক কার্যক্রম সামাল দেন দারুণভাবে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) ঢাকায় বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করেন সাকিব। সেখানেই এক সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়, কীভাবে সামলান এতো কিছু? উত্তরে হাসতে হাসতে এ অলরাউন্ডার বলেন, 'যে পারে সে সবই পারে।'

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। বাংলাদেশ ইনিংসের পর নামা বৃষ্টি আর থামেনি। তবে টাইগারদের ইনিংসে হয়েছে নতুন রেকর্ড। এক ম্যাচ আগেই গড়া দলীয় সর্বোচ্চ পুঁজির রেকর্ড ভাঙেন তারা। তার ভিত গড়েন মুশফিকুর রহিম। সাকিবের গড়া দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি।

নিজের রেকর্ড ভেঙে ফেললেও সতীর্থ মুশফিকের জন্য ম্যাচটিতে ফলাফল এলে বেশি খুশি হতেন সাকিব, 'জিতে গেলে ভালো হত অবশ্যই (ম্যাচটি)। যারা ভালো খেলেছে, তাদের জন্য (ভালো লাগতো)। বিশেষ করে মুশফিক ভাইয়ের জন্য আমার মনে হয়। কিন্তু এটা (বৃষ্টি) হতেই পারে।'

এছাড়া বিমান বাংলাদেশের অংশ হতে পেরে গর্বিত সাকিব আরও বলেন, 'আমি খুবই আনন্দিত ও গর্বিত আজকে বিমানের অংশ হতে পেরে। সত্যি কথা বলছে যখন ছোটবেলায় খেলতাম বা বন্ধুরা মিলে আড্ডা দিতাম তখন কোনো বিমান উড়ে গেলে আমরা চেষ্টা করতাম বোঝার এটা কোন দেশের এয়ারলাইন্স। আজকে বিমানের সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করি সামনের দিনগুলোতে বিমান আরও ভালো অবস্থানে যাবে।'

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

1h ago