ভাড়া করা বিমানে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

আয়ারল্যান্ড সিরিজের জন্যই ছিল অপেক্ষা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যেন মরিয়া হয়েই উঠেছিলেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় টি-টোয়েন্টি শেষে চট্টগ্রাম থেকে রাতে ঢাকায় ফিরে সকালেই ভাড়া করা বিমানে চড়ে রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে।
টেস্ট দলের নিয়মিত সদস্য না হওয়ায় সবার আগে আইপিএলে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান তা আগেই জানা ছিল। তবে আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে থাকায় অপেক্ষাটা বাড়ে তার। যদিও তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন না তিনি।
গতকাল শুক্রবার থেকে আইপিএল শুরু হলেও মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের আসর শুরু হবে আজ শনিবার থেকে। দিনের দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় রাত ৮টায় লখনউ সুপার জায়ান্টের মুখোমুখি হবে দলটি। সে ম্যাচের একাদশের জন্য হয়তো বিবেচিত হতেও পারেন মোস্তাফিজ। কারণ দলে বিদেশি পেসার তিনি ছাড়া রয়েছেন কেবল আনরিখ নরকিয়া। আর ডাচদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলায় নরকিয়াকে পাচ্ছে না দিল্লি।
এদিকে গুঞ্জন রয়েছে সাকিব আল হাসান এনওসি পেয়ে গেছেন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে না খেললেও শুরু থেকে থাকতে পারছেন না তিনি। আজ ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নেমেছেন মোহামেডানের হয়ে। ২ বা ৩ এপ্রিল কেকেআরে যোগ দিতে পারেন তিনি।
আরেক তারকা লিটন কুমার দাসের বিষয়টি এখনও অনিশ্চিত। জানা গেছে টেস্ট ম্যাচে খেলতেই হচ্ছে তাকে। সাকিব আইপিএলে চলে গেলে টাইগারদের নেতৃত্বেও থাকার কথা তার। টেস্ট শেষ করে আইপিএলে খেলতে যাওয়ার কথা রয়েছে এ ওপেনারের। সাকিব ও লিটন দুই জনই খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
Comments