আইপিএলে দ্রুততম 'শতক' রাবাডার

মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে গুজরাটের ইনিংসের পঞ্চম ওভারে আইপিএলে নিজের শততম উইকেটটি তুলে নেন রাবাডা। উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে আউট করে এ কীর্তি গড়েন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন কীর্তি গড়েছেন পাঞ্জাব কিংসের প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের বিপক্ষে আগের দিন আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন এ পেসার।

বৃহস্পতিবার মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে গুজরাটের ইনিংসের পঞ্চম ওভারে আইপিএলে নিজের শততম উইকেটটি তুলে নেন রাবাডা। উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে আউট করে এ কীর্তি গড়েন তিনি। ১০০ উইকেট নিতে আইপিএলে খেললেন মোট ৬৪টি ম্যাচ।

এর আগে আইপিএলে দ্রুত ১০০ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। ৭০টি ম্যাচ খেলে ১০০ উইকেট পূরণ করেছিলেন তিনি। তৃতীয় স্থানে থাকা ভারতীয় পেসার হার্শাল প্যাটেল শততম উইকেট নিয়েছেন ৮১তম ম্যাচে। এছাড়া ভুবনেশ্বর কুমার পান ৮২ ম্যাচে।

একই সঙ্গে সবথেকে কম বলে আইপিএলে ১০০টি উইকেট নেওয়ার নজিরও গড়লেন রাবাডা। মাত্র ১৪৩৮ বল করে আইপিএল ক্যারিয়ারে শততম উইকেট তুলে নিলেন তিনি। এর আগে ১৬১৯টি বল করে ১০০ উইকেট নিয়েছিলেন ডুয়াইন ব্রাভো। মালিঙ্গার লেগেছিল ১৬২২টি বল।

রাবাডার নতুন কীর্তি গড়ার ম্যাচে তার দল পাঞ্জাবও পেয়েছে দারুণ এক জয়। ছয় উইকেটের জিতে আসরে দ্বিতীয় জয় তুলে নেয় দলটি।

Comments

The Daily Star  | English

Bangladesh’s exports slip 6.05% in November

Exports from Bangladesh declined 6.05 percent year-on-year to $4.78 billion in November amid a continued slowdown in readymade garment shipments, official figures showed today

31m ago