বেটিং কোম্পানির লোগো ব্যবহারে আর আপত্তি নেই আইসিসির! 

ICC logo

আন্তর্জাতিক ক্রিকেটে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে বিধিনিষেধ ছিল আইসিসির। সেই নিষেধাজ্ঞা এবার তুলে নিয়েছে সংস্থাটি। এখন থেকে দ্বি-পাক্ষিক সিরিজে কোন দল চাইলে বেটিং কোম্পানির লোগো যুক্ত জার্সি ব্যবহার করতে পারবে। তবে আইসিসির টুর্নামেন্টে বন্ধই থাকবে এই ধরনের স্পন্সর। 

ব্রিটিশ দৈনিক দ্য টাইমস দিয়েছে এমনই এক খবর। গণমাধ্যমটি জানায়, আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দ্বি-পাক্ষিক সিরিজে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে আর বাধা থাকছে না। তবে আইসিসির আসরে এরকম কোন স্পন্সর নেওয়া যাবে না। 

সম্প্রতি একটি বেটিং কোম্পানির শুভেচ্ছাদূত হতে দেখা গেছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্র্যান্ডন ম্যাককালামকে। এই নিয়ে চলমান বিতর্কের মধ্যে এলো এমন সিদ্ধান্ত। 

বিবিসি জানায়, ম্যাককালামের বেটিং কোম্পানির দূত হওয়ায় একটি তদন্ত চালাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাককালামের ওই বিজ্ঞাপন প্রচারের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় তার দেশ নিউজিল্যান্ডে। গুগল ইউটিউব থেকে নিউজিল্যান্ড অঞ্চলে সেই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। 

আইসিসি অনুমোদন দিলেই ইসিবি তাদের নীতিতে থাকবে অটল। ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সিতে কখনো  বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না ইসিবি। ইসিবির নীতিমালায় আছে, বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট কেউ বেটিংয়ে অংশ নেওয়া, কাউকে প্রলুব্ধ করা বা উৎসাহিত করার মতো কোন কাজ করতে পারবেন না। সেদিক থেকে নিয়মভঙ্গ করেছেন ম্যাককালাম। তার ব্যাপারে ইসিবি কি সিদ্ধান্ত নেয় সেটিও এখন দেখার বিষয়। 

বিশ্বের অনেক দেশেই বেটিং বা জুয়া বৈধ। সামাজিক কারণে বাংলাদেশে জুয়া নিষিদ্ধ। সাকিব আল হাসান একটি বেটিং সাইটের বিজ্ঞাপনের জন্য চুক্তি করতে গেলে কয়েক মাস আগে তৈরি হয় বিতর্ক। পরে ওই চুক্তি থেকে সরে আসেন বাংলাদেশের শীর্ষ তারকা। 

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

31m ago