অবিশ্বাস্য সেঞ্চুরি করে পাকিস্তানকে হারিয়ে প্রশংসায় ভাসছেন চাপম্যান

১৯৪ রান তাড়ায় গিয়ে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চরম ব্যাকফুটে চলে গিয়েছিল নিউজিল্যান্ড। খাদের কিনারে থাকা পরিস্থিতি থেকে দলকে টেনে তুললেন মার্ক চামম্যান। জিমি নিশামের সঙ্গে গড়লেন দুর্দান্ত এক জুটি, অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে হারিয়ে দিলেন পাকিস্তানকে। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক টম ল্যাথাম।
আইপিএলের কারণে সেরা একাদশের ৭-৮ জনকে ছাড়া পাকিস্তানে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। আন্ডারডগ হিসেবে গিয়ে সিরিজ হারেরই শঙ্কায় ছিল তারা। তবে শেষ ম্যাচে চাপম্যানের বীরত্বে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে ফেলল কিউইরা। পাঁচ ম্যাচ সিরিজের বাকি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার রাতে মোহাম্মদ রিজওয়ানের ৬২ বলে ৯৮ রানে দুশোর কাছে চলে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে শাহীন আফ্রিদির তোপে টম ল্যাথাম, চাঁদ বোওজ আর উইল ইয়ং ফিরে যান ২৬ রানে।
অভিজ্ঞ ড্যারেল মিচেল ১৮ বলে ১৫ করলে ১০ ওভারে ৪ উইকেটে ৭৩ রানে পরিণত হয় নিউজিল্যান্ড। শেষ দশ ওভারে ম্যাচ জিততে তাদের দরকার ছিল ১২১ রানের। ওই অবস্থায় জিমি নিশামের সঙ্গে ৫৮ বলে অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি গড়েন চাপম্যান। তাতে ২৫ বলে ৪৫ করে অবদান নিশামের। চাপম্যানও সতীর্থকেই দিচ্ছেন কৃতিত্ব, 'সিরিজের সমতা ফেরাতে পারলাম, শেষটা করতে পারলাম তাতে উচ্ছ্বসিত। প্রথম দুই ম্যাচে মানাতে সময় লেগেছে। আমি নিজের মতো খেলার চেষ্টা করেছি। তবে জিমি নিশামকে কৃতিত্ব দেব। সে নামার পর যেভাবে আক্রমণ করেছে আমার ওপর চাপ অনেক সরে গিয়েছিল।'
চাপম্যান নিশামকে বাহবা দিলেও বাকি সবাই তাকে ভাসাচ্ছেন প্রশংসায়। অধিনায়ক ল্যাথামের মতে অনেকের জন্যই তাদের দেখা সেরা ইনিংস, 'আমাদের অনেকেরই দেখা সেরা ইনিংসগুলোর মধ্যে থাকবে এটি। চাপম্যানকে টুপি খোলা অভিনন্দিন। চাপম্যান ও নিশাম দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে চাপ ফিরিয়ে দেয়।'
এই ইনিংস দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও যুক্ত হয়েছেন তিনি, 'বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলিং আক্রমণের বিপক্ষে যেভাবে খেলেছে চাপম্যান তাতে অসাধারণের চেয়ে বেশি। এটি স্পেশাল। তাকে ওয়ানডে দলে যুক্ত করে খুশি।'
বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
Comments