‘এত লোকের দরকার কী আসলে’, সিডন্স সম্পর্কে সুজন

'জাতীয় দলের সঙ্গে আমি আর কাজ করছি না', সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছিলেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। পরে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানানো হয় এখন থেকে ডেভোলাপমেন্ট ধাপেই বেশি সময় দেবেন এই কোচ। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনেরও মত, জাতীয় দলে এত কোচের তেমন কোন প্রয়োজনীয়তা নেই।
গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবি ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় সিডন্সকে। তখন যেকোনো জায়গায় তাকে কাজে লাগানোর কথা বলা হয়। তবে তার নিয়োগের পর অস্পষ্টতা তৈরি হলে জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করে চলে যান। এরপর থেকে জাতীয় দলের সঙ্গেই কাজ করছিলেন সিডন্স৷
এবার ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডে বিপক্ষে সিরিজ খেলতে দল গেলেও যাননি সিডন্স। তার না যাওয়ার কারণ ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি বলেন, 'সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।'
ক্রিকেট পরিচালনা বিভাগের অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীসও জানান, মূলত ডেভোলাপমেন্ট ধাপেই সময় দিবেন সিডন্স, জাতীয় দলের ট্যুরে খুব একটা দেখা যাবে না তাকে।
সোমবার আবাহনী-মোহামেডান ম্যাচ শেষে আবাহনীর কোচ ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ জানান, প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে থাকলে বাড়তি আর ব্যাটিং কোচের দরকার নেই, 'হাথু তো নিজেই ব্যাটিং পরামর্শক। এতো লোকের দরকার কী আসলে? হাথুর কাজটা কী হবে আসলে? আমাদের বোলিং কোচ আছে অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ আছে, আমাদের স্পিন বোলিং পরামর্শক আছে। তাহলে হাথুর কাজটা কী। হেড কোচ প্লাস ব্যাটিং কোচ ডেফিনিটলি। অবশ্যই ও স্প্যাশালিস্ট ওর ব্যাটিংয়েই।'
'জেমি তো কাজ করতে চায়, আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা মেইন দরকার প্ল্যাটফর্মে। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে বেটার রেজাল্ট পাবো আমি মনে করি।'
আয়ারল্যান্ড সিরিজ থেকেই সহকারি কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন নিক পোথাস। এই কোচও ব্যাটারদের সহায়তা করতে পারবেন। মাহমুদ অবশ্য জানালেন পোথাসের বিশেষজ্ঞতা ফিল্ডিংয়ে, 'অ্যাসিস্ট করবে। ওর রোল ঠিক করবে হাথুরুসিংহে। ফিল্ডিংয়ে ও স্পেশালিস্ট। সেখানে সাহায্য করবে। ওর যে অভিজ্ঞতা সেটা সাহায্য করবে অবশ্যই। আমাদের জন্য বড় কাজে লাগবে।'
বর্তমানে হাথুরুসিংহে পোথাস ছাড়াও জাতীয় দলের সঙ্গে আছেন পেস বোলিং অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট।
Comments