আইসিসির আয়ের ৪০ শতাংশই ভারতের!

আইসিসির চেয়ারম্যান হওয়ার পরই 'বিগ-থ্রি'র পাট চুকিয়ে দিয়েছিলেন শশাঙ্ক মনোহর। সব বোর্ডকে 'সমান' দৃষ্টিতে দেখতেই এমনটা করেছিলেন তিনি। তবে আইসিসির নতুন ফিনান্স মডেলে এবার থাকছে কেবল 'বিগ-ওয়ান'। আর সেই দেশটি ভারত। আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে তারাই! বাংলাদেশ পাচ্ছে সাড়ে চার শতাংশের কাছাকাছি।
বুধবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের সংবাদে জানিয়েছে, ২০২৪-২৭ কমার্শিয়াল বর্ষের যে ফিনান্স মডেল তৈরি হয়েছে ৩৮.৫ শতাংশ পাবে ভারতীয় বোর্ড। আর্থিক মূল্য হিসেবে দাঁড়ায় ২৩১ মিলিয়ন ডলার। অন্য সব বোর্ডের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে থাকছে বিসিসিআই।
সংবাদ অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে পারে ৪.৪৬ শতাংশ। আর্থিক মূল্যে ২৬.৭৪ মিলিয়ন ডলার। অর্থ প্রাপ্তির দিক থেকে তালিকায় আট নম্বরে আছে বিসিবি। বাংলাদেশের চেয়ে কম পাবে কেবল দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তানই। তবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও খুব বেশি পার্থক্য নেই বাংলাদেশের সঙ্গে।
আয়ের দিকে ভারতের পরই রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আইসিসির ৬.৮৯ শতাংশ অর্থাৎ ৪১.৩৩ মিলিয়ন ডলার পেতে চলেছে ইসিবি। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ৬.২৫ শতাংশ অর্থাৎ ৩৭.৫৩ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে তারা। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা পেতে চলেছে ৫.৭৫ শতাংশ অর্থাৎ ৩৪.৫১ মিলিয়ন ডলার। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ২.৮ শতাংশ অর্থাৎ ১৬.৮২ মিলিয়ন ডলার পাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আইসিসির ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে সংস্থাটির একটি বিশেষ দল এই কাঠামো তৈরি করছে। মার্চে আইসিসির বোর্ড সভায় কাঠামোটি তুলে ধরা হয়। ইএসপিএনক্রিকইনফোর সংবাদ অনুযায়ী, চারটি মানদণ্ড বিবেচনায় বোর্ডগুলির আয় নির্ধারণ করা হয়েছে- ক্রিকেট ইতিহাস ও ঐতিহ্য, আইসিসি টুর্নামেন্টগুলোর পুরুষ ও নারীদের আসরে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে সম্মান, যা সব দেশেরই সমান।
১) ভারত: ২৩১ মিলিয়ন ডলার (৩৮.৫ শতাংশ)
২) ইংল্যান্ড: ৪১.৩৩ মিলিয়ন ডলার (৬.৮৯ শতাংশ)
৩) অস্ট্রেলিয়া: ৩৭.৫৩ মিলিয়ন ডলার (৬.২৫ শতাংশ)
৪) পাকিস্তান: ৩৪.৫১ মিলিয়ন ডলার (৫.৭৫ শতাংশ)
৫) নিউজিল্যান্ড: ২৮.৩৮ মিলিয়ন ডলার (৪.৭৩ শতাংশ)
৬) ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৫ মিলিয়ন ডলার (৪.৫৮ শতাংশ)
৭) শ্রীলঙ্কা: ২৭.১২ মিলিয়ন ডলার (৪.৫২ শতাংশ)
৮) বাংলাদেশ: ২৬.৭৪ মিলিয়ন ডলার (৪.৪৬ শতাংশ)
৯) দক্ষিণ আফ্রিকা: ২৬.২৪ মিলিয়ন ডলার (৪.৩৭ শতাংশ)
১০) আয়ারল্যান্ড: ১৮.০৪ মিলিয়ন ডলার (৩.০১ শতাংশ)
১১) জিম্বাবুয়ে: ১৭.৬৪ মিলিয়ন ডলার (২.৯৪ শতাংশ)
১২) আফগানিস্তান: ১৬.৮২ মিলিয়ন ডলার (২.৮ শতাংশ)
১৩) অ্যাসোসিয়েট দেশসমূহ: ৬৭.১৭ মিলিয়ন ডলার (১১.১৯ শতাংশ)
Comments