বৃষ্টির কারণে টস হতে দেরি

প্রথম ওয়ানডে গিয়েছে বৃষ্টির পেটে। দ্বিতীয় ওয়ানডেতেও সেই একই শঙ্কা। এদিনও সকাল থেকেই বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস। উইকেট এখনও কভার দিয়ে ঢাকা।

মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

এরমধ্যেই দুই আম্পায়ার মাঠ পরিদর্শনে গিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ঠিক কখন ম্যাচ শুরু হতে পারে তা পরে জানিয়ে দিবে তারা। 

এর আগে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভার পর ৩ উইকেটে ৬৫ রান করলে নামে বৃষ্টি। যে বৃষ্টি আর না থামলে পরিত্যক্ত হয় ম্যাচটি।

Comments